সোমবার ● ৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
পাইকগাছায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, এস,আই সহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, সেনেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক আব্দুল আজিজ, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল খালেক গাজী, মাওঃ হাফেজ জালাল উদ্দীন, মাসুরুজ্জামান, শাহানারা পারভীন, কল্পনা রাণী দাশ, ছন্দা দাশ, নূরালী মোড়ল ও ব্র্যাকের প্রশান্ত রায়। পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ জুলাই ১৪১টি টিকাদান কেন্দ্রে ৫-১১ মাস বয়সী ২ হাজার ৯৩৬ ও ১২-৫৯ মাস বয়সী ২১ হাজার ৮৪১ শিশুকে ভিটামিন এ+ খাওয়ানো হবে।