সোমবার ● ৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় সামাজিক বনায়ন উপকারভোগীদের সচেতনা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ
পাইকগাছায় সামাজিক বনায়ন উপকারভোগীদের সচেতনা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় সামাজিক বনায়নে সম্পৃক্ত উপকারভোগীদের অধিকার, কর্তব্য ও সচেতনা বৃদ্ধি মূলক ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় ও উপজেলা বন বিভাগ এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়,। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। জামিনুর ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রণব সরদার, আব্দুর রশিদ, গোবিন্দ লাল বাছাড়, নিলিমা রাণী ও নজরুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন বনায়নের ৩০জন সুফলভোগী অংশগ্রহণ করে।