শুক্রবার ● ১৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে উপর্জনমুখী কার্যক্রমে নারীদের আর্থিক সহায়তা প্রদান
কেশবপুরে উপর্জনমুখী কার্যক্রমে নারীদের আর্থিক সহায়তা প্রদান
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরে উপর্জনমুখী কার্যক্রমে নারীদের আর্থিক সহায়তা প্রদান করেছে দলিত হারচয়েস প্রকল্প। দলিতের সহকারী পরিচালক বাসন্তী লতা দাসের সভাপতিত্বে ও দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহারের পরিচালনায় শুক্রবার বিকালে উপজেলার মজিদপুরে শান্তির নীড়ে প্রধান অতিথি হিসাবে আর্থিক সমায়তা বিতরণ করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাড. সাগরিকা দাস, সাইক্লোজিস্ট শারমিন আক্তার. হারচয়েস প্রকল্পের কোষাধ্যক্ষ চন্দ্রশেখর মজুমদার, ইউনিয়ন ফ্যাসালিটেটর নাসিমা খাতুন, প্রহ্লাদ দাস, অপর্ণ রানী দাস, রুমিচা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ২৫ জন নারীর মধ্যে প্রথম পর্যায়ে ৮ জন নারীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।