রবিবার ● ১৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » খেলা » দাকোপে ৮ দলীয় ফুটবলে পাইকগাছাকে হারিয়ে দাকোপ চ্যাম্পিয়ান
দাকোপে ৮ দলীয় ফুটবলে পাইকগাছাকে হারিয়ে দাকোপ চ্যাম্পিয়ান
দাকোপ প্রতিনিধি।
নববর্ষ এবং বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে চালনা যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে দাকোপ উপজেলা একাদশ ৪-১ গোলের ব্যবধানে হাটবাড়ী পাইকগাছা উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল শনিবার বিকাল ৪ টায় দাকোপ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দু’টি দল পরস্পরের মোকাবেলা করে। খেলায় দাকোপের রাজু একাই ৪ টি গোল করেন। চালনা যুব সংঘের সমন্বয়ক সাংবাদিক আজগর হোসেন ছাব্বিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরন করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী, প্যানেল মেয়র আব্দুল গফুর সানা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কাউন্সিলর দেবাশীষ ঢালী, সাবেক ছাত্রনেতা রতন মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আজগর হোসেন বাপ্পি, পৌর সভাপতি রাসেল কাজী, ইমদাদুল হক মিলন, সাইফুদ্দিন বাবলা, সোহেল মোল্যা, রুবেল মল্লিক, তাজবি রায়হান, রাজু সানা, মিঠু শেখ, রনি ইসলাম প্রমুখ। খেলায় চ্যাম্পিয়ান দাকোপ উপজেলা একাদশকে ২১ ইঞ্চি কালার টিভি, রানার্সআপ পাইকগাছা একাদশকে ১৭ ইঞ্চি মনিটর পুরুস্কার দেওয়া হয়। এ ছাড়া মোট ১১ টি গোল করে ম্যান অবদা টুর্নামেন্ট দাকোপ একাদশের রাজু, ম্যান অবদা ম্যাচ দাকোপের গোল রক্ষক সৌরভ রায়, সেরা গোলদাতা রাজু এবং বাবুল সরদার সেরা দর্শকের পুরুস্কার অর্জন করে।