সোমবার ● ১৬ জুলাই ২০১৮
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাইকগাছায় নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় ও উপজেলা কৃষি বিভাগ প্রশিক্ষণের আয়োজন করেন। সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৬-১৭ জুলাই দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ। প্রশিক্ষণে এলাকার ৪০ জন কৃষক অংশগ্রহণ করেন।