বৃহস্পতিবার ● ১৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, নিলুফা বেগম, দেবাশীষ মন্ডল, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, গোপাল চন্দ্র ঘোষ। সাংবাদিক মোঃ আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহমেদ, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল, চাষী এমএম আজিজুল হাকিম, আফসার উদ্দীন হাওলাদার ও বিউটি বেগম। এরআগে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।