রবিবার ● ২২ জুলাই ২০১৮
প্রথম পাতা » মিডিয়া » দেশ ও সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম………..মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ
দেশ ও সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম………..মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ
অরুণ দেবনাথ ডুমুরিয়া থেকে।
মৎস্য ও প্রানীসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, সাংবাদিকরা হল সমাজের দর্পণ। এই পেশায় আপনারা যারা আছেন প্রত্যেকের দেশ ও সমাজ গঠনের ভুমিকা রয়েছে। একটি বস্তু নিষ্ট সংবাদ মানুষের অনেক উপকারে আসে। আমার অনুরোধ এই ভুমিকা পালন করবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার। আজ তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিকে কিন্তু সেই অবস্থানে আনতে সক্ষম হয়েছেন। আর এই উন্নয়নের দাবিদার শুধু আমরা মন্ত্রী, এমপি আর রাজনৈতিক নেতারা নই। এর জন্য আমি বলতে চাই আপনাদেরও যথেষ্ট অবদান রয়েছে। আসুন এমনি ভাবে গঠনমুলক ও বস্তু নিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশটাকে সামনের দিকে নিয়ে যাই। গতকাল রোববার দুপুরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তৃতা করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক জি এম আব্দুস ছালাম, শেখ মাহতাব হোসেন, এম রুহল আমিন, আনোয়ার হোসেন আকুঞ্জি, সুজিত মল্লিক, ফিরোজ খান, মাহাবুর রহমান প্রমুখ। মতবিনিময় সভার পূর্বে তিনি ডুমুরিয়া উপজেলা উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর তিনি উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা-১৮ উদ্বোধন করেন। ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। এরপর তিনি বিকেল সাড়ে তিনটায় ডুমুরিয়া উপজেলা প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন। মৎস্য ও প্রানীসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি’র দিন ব্যাপি এ কর্মসুচীতে তার সফর সঙ্গী ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী, কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, অফিসার ইনচার্জ হাবিল হোসেন, উপজেলা আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, শেখ হেফজুর রহমান, চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, শোভা রানী হালদার ও জামিল আক্তার লেলিন প্রমুখ।