রবিবার ● ২২ জুলাই ২০১৮
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে
পাইকগাছায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উপজেলা কৃষি অফিস চত্ত্বরে শুরু হয়েছে। রোববার সকালে মেলার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ লুৎফর রহমান, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা এস,এম, মোজাহার আলী, আলহাজ¦ আহম্মদ আলী, কাউন্সিলর এস,এম, তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ। বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার, শাহিনুল ইসলাম, মিন্টু রায়, অরুন কুমার পাল, প্রকাশ চন্দ্র মন্ডল, দেবদাস, বেলাল হোসেন, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, লতিফা সুলতানা, সাধন ঢালী, দিবাকর সরকার, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, ফল চাষী শেখ সাখাওয়াত হোসেন, নার্সারী ব্যবসায়ী আনিছুর রহমান ও কৃষক অনুকুল ব্যানার্জী। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর আগে কৃষি বিভাগে সরকার ও স্থানীয় সংসদ সদস্যের অবদান তুলে ধরে জারীগান পরিবেশন করেন বয়াতী আব্দুল মজিদ ও তার দল।