বৃহস্পতিবার ● ২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে ১৪’শ কেজি পুশকৃত বাগদা চিংড়ি বিনষ্ট। ৩ ডিপো কর্মচারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে ১৪’শ কেজি পুশকৃত বাগদা চিংড়ি বিনষ্ট। ৩ ডিপো কর্মচারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান
ডুমুরিয়া প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ডুমুরিয়া থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার মাঝের ভেঁড়ি নামক স্থান থেকে বাগদা চিংড়ি বহনকারী দু’টি ট্রাক আটক করেন। আটকৃত ট্রাক (যশোর-ন-১১-০৮৩৩ ও যশোর-ড-১১-১১৩৪) দু’টি থেকে ১৪০০’শ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। ট্রাক দুটির পুশকৃত বাগদা চিংড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি ও দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার ডিপো মালিকরা খুলনার রুপসা, নতুন বাজার এলাকার চিংড়ি এজেন্সী মালিকের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এ সময় চিংড়ি বহনকারী ডিপো কর্মচারী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কচুয়া গ্রামের ইসরাত সানা (৩৮), একই থানার কাপসন্ডা গ্রামের বিল্লাল সানা(২৮) ও গোলডাঙ্গা গ্রামের আব্দুর রহিম (৬০) কে আটক করা হয়। এরপর উপজেলার মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ বিভাগের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা শেষে জব্দকৃত চিংড়িতে অপদ্রব্য পুষ করা হয়েছে বলে জানানো হয়। পরে রাত ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহনাজ বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চিংড়িতে অপদ্রব্য পুষ করার অপরাধে ১৯৮৩ সালের ৫ ধারার ১০ বিধি মোতাবেক ৩ ডিপো কর্মচারীকে ৭ দিন করে বিনাশ্রাম কারাদন্ড প্রদান করেন। এ সময় খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বি, সার্কেল সজীব খান, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি তোফায়েল আহমদ উপস্থিত ছিলেন। এরপরে জব্দকৃত অপদ্রব পুশ করা বাগদা চিংড়ি উপজেলা পরিষদের সামনে খুলনা সাতক্ষীরা মহাসড়কে ঢেলে ট্রাকের চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। পরিবেশ রক্ষার্থে পিষ্টকৃত চিংড়ির মন্ড দমকল বাহিনীর সদস্যদের মাধ্যমে পানি দিয়ে ধুয়ে রাস্তার পাশে খালে ফেলে দেওয়া হয়।