শনিবার ● ৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় সুবিধা বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করেছে মুক্তিমঞ্চ ফাউন্ডেশন
মাগুরায় সুবিধা বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করেছে মুক্তিমঞ্চ ফাউন্ডেশন
মাগুরা প্রতিনিধি ॥ সুবিধা বঞ্চিত ও তৃণমূল মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে মাগুরা সদর উপজেলা আবালপুর গ্রামে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান মুক্তিমঞ্চ ফাউন্ডেশন সাংবাদিক ও সমাজের সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে ।
শুক্রবার আবালপুর মুক্তিমঞ্চ ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মিহির লাল কুরি । বিশেষ অতিথি ছিলেন মাগুরা সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মোল্যা, শৈলকুপা সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জুলফিকার আলী ভুট্টা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো: আব্দুর রহমান । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক অলোক বোস, শফিকুল ইসলাম, রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান , ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মো: বাকের ও কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু প্রমুখ ।
মতবিনিময় সভার আয়োজক ও মুক্তিমঞ্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিবেশ বিজ্ঞান বিশেষজ্ঞ মোহাম্মদ রউফ গুল্লু বিশ্বাস জানান, মানব কল্যাণের ব্রত নিয়ে মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের জন্ম । সমাজের সুবিধা বঞ্চিত আর্থ-সামাজিক মানুষের উন্নয়নে মুক্তিমঞ্চ ফাউন্ডেশন কাজ করছে । ইতি আমরা ফাউন্ডেশনের নিজস্ব তহবিল হতে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা প্রদান, দু:স্থ-অসহায় মানুষের ঘর নির্মান, বিবাহ ও আর্থিক স্বাবলম্বির জন্য গরু-ছাগল প্রদান ও গরীব-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা প্রদান করেছি । তিনি আরো জানান, বর্তমানে ফাউন্ডেশনের ৫ তলা ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে । আগামীতে এ ফাউন্ডেশন মাগুরা জেলাবাসীর জন্য বিভিন সেবা প্রদান করতে প্রস্তত আছে । আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা,স্বাস্থ্য, কৃষি ,মা ও স্বাস্থ্য সেবাসহ কারিগরি শিক্ষার সেবা প্রদান করতে আগ্রহী । আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করলে আমরা আগামীতে ভালো সেবা প্রদান করতে পারব ।