শনিবার ● ৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » কৃষি » প্রযুক্তি কাজে লাগিয়ে মাছ চাষ করলে দেশ স্বাবলম্বী হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি
প্রযুক্তি কাজে লাগিয়ে মাছ চাষ করলে দেশ স্বাবলম্বী হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি
ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় সকাল ৯.০০ ঘটিকায় ডুমুরিয়া উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে সাহস আবাসন প্রকল্পের পুকুরে প্রর্দশনী খামার স্থাপন উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। চলতি ২০১৭-১৮ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের বাস্তবায়িত জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি শীষক প্রকল্পের অর্থায়নে ২০.০০ লক্ষ টাকা ব্যয়ে আবাসন প্রকল্পের তিনটি পুকুর পুনঃখনন করা হয়েছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে খননকৃত জলাশয়ে প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে। এরপর মৎস্য অধিদপ্তরের বাস্তবায়িত ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর উদ্দ্যোগে মাঠদিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন ‘‘বাংলাদেশ মৎস্য উৎপাদনে ঈর্ষানীয় সাফল্য লাভ করেছে। সারা বিশ্বে প্রাকৃতিক মাছ উৎপাদনে ৩য় এবং স্বাদু পানির মাছ চাষে ৪র্থ স্থান অর্জন করেছে। আমাদের এই অর্জনকে ধরে রাখতে হবে। উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতিটি জলাশয়ে মাছ চাষের মাধ্যমে দেশকে স্বাবলম্বী করতে হবে। দেশের প্রান্তিক জনগোষ্টির পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রতিটি চাষির দোরগোড়ায় মৎস্য সেবা পৌছে দিতে হবে’’। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খান আলী মুনসুর, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাইদ, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আলিমুজ্জামান চৌধুরী, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক লুকাস সরকার, ডুমরিয়া থানা অফিসার ইন চার্জ মোঃ হাবিল হোসেন ও ডুমরিয়া আ.লীগ সিনিয়র সহ সভাপতি মোঃ শাহ নেওয়াজ হোসেন জোয়ার্দ্দার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাহস ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজ সরদার, আবু বক্কার খান, হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সহকারী মৎস্য কর্মকর্তা চিত্ত রঞ্জন পাল, সম্প্রসারণ কর্মকর্তা প্রণয় মন্ডল, ক্ষেত্র সহকারী আঃ সালাম বিশ্বাস, শেখ ইভান আহমেদ, রায়হান সরদার, আরডি চাষী, এফএফ চাষিগণ, আবাসন প্রকল্পের মাছ চাষি, লিফগণ, এলএফটিগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ , সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।