

রবিবার ● ৫ আগস্ট ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি শৃংখলা বজায় রাখার লক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, হাবিবুল্লাহ বাহার, গোপাল চন্দ্র ঘোষ, হরে কৃষ্ণ দাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, রহিমা আক্তার শম্পা, অঞ্জলী রানী শীল, নারায়ণ চন্দ্র শিকারী, আমিনুল ইসলাম, রেজাউল ইসলাম ও শহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকবৃন্দ। সভায় এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি শৃংখলা বজায় রাখার জন্য শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।