বুধবার ● ৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » ডুমুরিয়ায় যুবলীগের সকল কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে হবে………….মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী
ডুমুরিয়ায় যুবলীগের সকল কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে হবে………….মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী
ডুমুরিয়া প্রতিনিধি।
দেশের বিরুদ্ধে একটি মহল নানা ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তারা বর্তমান সরকারের উন্নয়নকে সহ্য করতে না পেরে এখন ঘোলা পানিতে মাছ শিকার করছে। কুচক্রী ওই মহলটি ঘাপটি মেরে থাকে আর সুযোগ পেলেই ছোঁবল মারা চেষ্টা করে। কিছুদিন আগেও কোমলমতি শিশুদের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করতে চেয়েছিল। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা তাদের বিষদাঁত ভেঙ্গে দিয়েছেন। আর এই কুচক্রী মহলটিই হল ৭৫’র ১৫ই আগষ্টের সেইসব খুনিদের উত্তারসুরি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এরা শুধু ১৫ই আগষ্ট নয় ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ সালসহ প্রতিটি ক্ষেত্রেই এই বাংলার মাটি ও মানুষের সাথে বিরোধীতা করে এসেছে। এরা মাঝে মাঝে বারুদের মত জ্বলে উঠতে চায়। কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। দেশের মধ্যে গাপটি মেরে পড়ে থাকা ওইসব শত্রুদের বিরুদ্ধে গণজোয়ার গড়ে তুলতে হবে। আর এই কাজটি করবে আজকের এই যুবলীগকে। আজ থেকে তোমাদের শপথ নিতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সোনার বাংলাদেশে যেন কোন কুচক্রী মহল মাথা তুলে দাড়াতে না পারে। বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা যুবলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এ কথা বলেন। উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে যুবলীগের আহবায়ক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাবু। যুবলীগ নেতা এ্যাড. আশরাফুল আলম রাজু ও শেখ ইকবাল হোসেনের সঞ্চলনায় সভায় আরও বক্তৃতা করেন অধ্যাপক জুলফিকার আলী জুলু, আজিজুল হক কাজল, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, জি এম ফারুক হোসেন, জসিম উদ্দিন বাবু, জলিল তালুকদার, জামিল খান, মোল্যা সোহেল রানা, এস এম জাহাঙ্গীর আলম, মফিজুর রহমান সোহাগ, কাজী আলমগীর হোসেন, রাফেল হোসেন বাবু, কবির আহমেদ মনা, মোতাহার হোসেন, আলমগীর হোসেন মোড়ল, কামরুল ইসলাম, অনুদ্যুতি মন্ডল ও হাফেজ আব্দুর রাজ্জাক। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, শোভা রানী হালদার, মোস্তফা কামাল খোকন, শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, আবু বক্কার খান, নাজিবুর রহমান নাজু, রেজোওয়ান হোসেন মোল্যা, ডাঃ হিমাংশু বিশ্বাস, শেখ আবুল হোসেন, প্রতাপ রায়, সুরঞ্জিত কুমার বৈদ্য।