শুক্রবার ● ১০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরার মঘি ইউনিয়ন পরিষদ চত্বরে লিগ্যাল এইডের মতবিনিময় সভা
মাগুরার মঘি ইউনিয়ন পরিষদ চত্বরে লিগ্যাল এইডের মতবিনিময় সভা
মাগুরা প্রতিনিধি ॥ বিনামূল্যে আইনী সহায়তা বিষয়ে তৃণমুল জনসচেনতা বাড়াতে মাগুরার মঘি ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা লিগ্যাল এইডের উদ্যোগে শুক্রবার মতবিনিময় সভা হয়েছে।
মঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সহকারী জজ অনুশ্রী রায়,সহকারী জজ ও ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা রোমানা রোজী, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, পাবলিক প্রসিকিউটার এ্যাড. কামাল হোসেন, জিপি এ্যাড. মাহাবুব মোর্শেদ বাবলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এ্যাড. সাজিদুর রহমান সংগ্রাম, প্রেসক্লাব সম্পাদক শামীম খান।
অনুষ্ঠানে জানানো হয়,মাগুরায় প্রতিমাসে অন্তত ৬০ জন বিচারপ্রার্থী লিগ্যাল এইডের সহযোগিতা নিচ্ছেন। তাদের সরকারি অর্থে বিনামূল্যে আইনী সহায়তা দেয়ার পাশাপাশি বিচারপ্রার্থী ও তাদের সন্তানদের দুপুরের খাবারসহ যাতায়াত খরচ পযর্ন্ত মাগুরা লিগ্যাল এইড অফিস বহন করছে।