শুক্রবার ● ১০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরার শ্রীপুরের গড়াই নদী ভাঙ্গনে বসতবাড়ি ও ফসলি জমি বিলিন
মাগুরার শ্রীপুরের গড়াই নদী ভাঙ্গনে বসতবাড়ি ও ফসলি জমি বিলিন
মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের মালোপাড়ার শতাধিক বাসিন্দা আতঙ্ককের মধ্যে দিয়ে দিন কাটছে। গড়াই নদী ভাঙনের ফলে অনেকের বসত বাড়িসহ ফসলী জমি নদীতে বিলিন হয়ে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গড়াই নদীর ভাঙ্গন প্রতিদিন দুই থেকে তিন ফুট করে বাড়ছে। ইতোমধ্যে কয়েকটি বাড়ি ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের শিকার হয়ে বিপাকে পড়েছেন অর্থনৈতিকভাবে দুর্বল হওয়া মানুষগুলো। অনেকেই অন্যের জায়গায় ঘর তৈরি করেছেন। কেউ জাগয়া করেছেন সরকারের খাস জমিতে।
শ্রীপুরের মাঝাইল মালোপাড়া গ্রামের অচিন্ত কুমার বিশ্বাস বলেন,আমাদের বাড়ি ছিল মাঝাইল গ্রামের মালোপাড়ায় গড়াই নদীর পাড়ে। কয়েক বছর আগে আমাদের এই গ্রামে ১০টি বাড়ি নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলিন হয়ে যায়।
মাঝাইল গ্রামের শেফালী রানী বিশ্বাস বলেন, আমার স্বামী ও দুই ছেলে ও তিন মেয়ে মাছ ধরে সংসার চালাই। ননু আনতে পান্ত ফুরায় । এর মাঝে নদী যেভাবে বাড়িঘর নিয়ে গেছে, আমরা কোথায় গিয়ে উঠবো ভাবতে পারছি না।
মাগুরা পানি উন্নয়নে বোর্ডের প্রকৌশলী এ বি এম মোজাহিদ বলেন, মাঝাইল মালোপাড়ায় কয়েকটি বাড়ি নদী ভাঙনের কবলে পড়েছে। তবে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ অনেক ব্যয়বহুল,তাই কাজ করতে সময় লাগবে। তিনি আরো বলেন, গড়াই নদী ভাঙ্গন রক্ষায় প্রোটেকটিপ ওয়ার্ক প্রক্রিয়া চলমান রয়েছে।