মঙ্গলবার ● ১৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » বিবিধ » শোক দিবস উপলক্ষ্যে নড়াইলে ২০টি মাদরাসায় অনুদান দিলেন লে. কামান্ডার ওমর আলী
শোক দিবস উপলক্ষ্যে নড়াইলে ২০টি মাদরাসায় অনুদান দিলেন লে. কামান্ডার ওমর আলী
ফরহাদ খান, নড়াইল ।
জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলের ২০টি মাদরাসায় আর্থিক অনুদান দিয়েছেন অবসরপ্রাপ্ত লে. কামান্ডার মুক্তিযোদ্ধা ওমর আলী। মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে মাদরাসা প্রধানদের হাতে দুই লাখ টাকার অনুদান দেন তিনি।
নড়াইল-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী লে. কামান্ডার ওমর আলী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মাদরাসাগুলোতে কোরআনখানি, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশনের জন্য কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ২০টি মাদরাসায় আর্থিক অনুদান দেয়া হয়েছে। এই আর্থিক অনুদান পেয়ে খুশি মাদরাসা শিক্ষকেরা। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সহ-সভাপতি সুলতান মাহমুদ, খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর ফিরোজা খানমসহ বিভিন্ন মাদরাসার শিক্ষকেরা।
ওমর আলী বলেন, নড়াইল-১ আসনের (কালিয়া উপজেলা ও সদরের আংশিক) উন্নয়নসহ অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই। কালিয়া উপজেলায় ব্যক্তিগত অর্থায়নে ডায়াবেটিক হাসপাতাল করতে চাই।