রবিবার ● ১৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে দারিদ্র বিমোচনের লক্ষে বিনামূল্যে ১২টি ভ্যানগাড়ি বিতরণ
কেশবপুরে দারিদ্র বিমোচনের লক্ষে বিনামূল্যে ১২টি ভ্যানগাড়ি বিতরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোরের কেশবপুরের পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার আয়োজনে শনিবার বিকালে সংস্থার কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দারিদ্র বিমোচনের লক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে ভ্যানগাড়ি বিতরণ ও কৃষি পরিবেশ বিষয়ক তথ্য সেবা প্রদান প্রকল্পের আওতায় ১২টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বাবুর আলী গোলদার। আলোচনায় অংশনেন সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন, কবি নজরুল ইসলাম খান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, অধ্যাপক মশিউর রহমান, ইউপি সদস্য শম্ভুনাথ, শিক্ষক আঃ হামিদ, শিক্ষক রেজাউল করিম, সমীর দাস, অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল, প্রভাষক তাপস মজুমদার, গ্রামীন ব্যাংকের ব্যাবস্থাপক তপন নন্দী, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা রামদুলাল দাস প্রমুখ।