সোমবার ● ৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মাগুরার মহম্মদপুরে দু-পক্ষের সংঘর্ষে আহত ৩০
মাগুরার মহম্মদপুরে দু-পক্ষের সংঘর্ষে আহত ৩০
মাগুরা প্রতিনিধি :-
মহম্মদপুর উপজেলার দীঘা গ্রামে রোববার জাগ দেওয়া পাটের মালিকানা নিয়ে দু-পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মিজানুর রহমান(৫০), সাবুদ্দিন (৪৯), নয়ন শেখ(২০), আরিফুল(১৮),বাচ্চু মোল্যা(৪০), লিয়াকত(৪০), তৈয়ব শেখ(৫৫), সোহেল শেখ(৩০), সালাম শেখ(৬৫), মুসা(৩৫), সবির শেখ(৩০), মনোমিয়া(৬৫), শিল্পি (২৫), ইস্তারাক(৩৫), মুকুল (৪০), সফরা (৬০), আজিজার(৬০), নার্গিস(৩৫), আহম্মদ(৫০), আশরাফুল(৩৬) ও হেলাল(১৬) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার দীঘা গ্রামে খালের পানিতে পচানো পাটের মালিকানা নিয়ে আহম্মদ ও সাহাবুদ্দিনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্র ঢাল-সরকি-রামদা-ছ্যানদা নিয়ে সংঘর্ষে ঝড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে মহিলাসহ ৩০ ব্যাক্তি আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।সংঘর্ষের বিষয়ে আহম্মদ ও সাহাবুদ্দিনের সাথে কথা বললে তারা উভয়ই পরষ্পরবিরোধি বক্তব্য দেন।
মহম্মদপুর থানার ওসি মো: তারীকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।