শনিবার ● ১৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ » কপিলমুনির এক বাড়ীতে ডাকাতির চেষ্টা, আহত ১, এলাকায় আতংক
কপিলমুনির এক বাড়ীতে ডাকাতির চেষ্টা, আহত ১, এলাকায় আতংক
কপিলমুনির এক বাড়ীতে ডাকাতির চেষ্টা, আহত ১, এলাকায় আতংক
এম আজাদ হোসেন, কপিলমুনি
কপিলমুনির ১ বাড়ীতে গভীর রাতে ডাকাতির চেষ্টা ও এক যুবককে অস্ত্রের আঘাতে আহত করার ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, পাইকগাছা উপজেলার কপিলমুনির পার্শ¦বর্তী দক্ষিণ সলুয়া গ্রামের সরদার পাড়ায় শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে সঙ্গবদ্ধ একটি ডাকাত দল ওই পাড়ার তপন সরকারের বাড়ীতে হানা দিয়ে বাড়ী ক্লবসিবল গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরের দরজা ভাঙ্গার চেষ্টাকালে বাড়ীর লোকজন টের পেয়ে যায়। এসময় এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে ওই এলাকার শশাঙ্ক সরকারের ছেলে শুভাশীষ সরকার (২২) এক ডাকাতকে জাপটে ধরে, এসময় ডাকাত ধারালো কুড়ালের কোপ মেরে শুভাশীষকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। আহত শুভাশীষকে পাইকগাছা সরকারী হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ডাকাতির লোমহর্ষক এঘটনা ঘটে যাওয়ার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে। এরিপোর্ট লেখা পর্যন্ত পাইকগাছা থানায় মামলার প্রস্তুতি চলছিল। এলাকাবাসী জানায়, প্রায়ই রাতে দক্ষিণ সলুয়া সরদারপাড়া এলাকায় অচেনা সন্দেহভাজন লোকের আনাগোনা দেখা যায়। শুধু তাই নয়, ইতোপূর্বে একবার এলাকাবাসী ডাকাতদের উপস্থিতি আচ করতে পেরে তাদের ধাওয়া করেছিল।