বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রযুক্তি » তীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড
তীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড
এস ডব্লিউ নিউজ:
চলতি বছরের ২১ ও ২২ অক্টোবর ইয়াং বাংলার আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান।
অনুষ্ঠানে জানানো হয়, তরুণদের অনুপ্রাণিত করতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের অক্টোবরে তৃতীয় বারের মতো সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইয়াং বাংলা অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। ১০টি বিভাগে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে দক্ষতার উন্নয়ন, সর্বব্যাপী শিক্ষা, বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, সাংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবন, খেলাধুলা এবং ফিটনেস, জনসচেতনতা সৃষ্টি, লিঙ্গ বৈষম্য হ্রাসসহ আরো বেশ কিছু বিভাগ রয়েছে।
সম্প্রতি নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য বা পরিবেশ রক্ষায় কাজ করে যাওয়া তরুণরা তাদের জনসচেতনতামূলক কার্যক্রমকে আরো বড় পরিসরে উপস্থাপন করতে পারে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে আবেদনের মাধ্যমে। পরিবেশ রক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন, তরুণদের জন্য খেলাধুলা ও স্বাস্থ্য চর্চার ব্যবস্থা করা সংগঠনগুলোও আবেদন করতে পারবে।