মঙ্গলবার ● ১১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজ সরকারিকরণ হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা
মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজ সরকারিকরণ হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা
মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজ সদ্য সরকারিকরণ হওয়ায় গতকাল মঙ্গলবার সকালে এলাকার সুধী সমাজের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হয়েছে।
সর্বোস্তরের জনগণ, উপজেলা আওয়ামীলীগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষাণুরাগী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ, যুবলীগ, কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সংগঠনের শতশত লোক ব্যানার, ফেস্টুন সহকারে এ আনন্দ শোভাযাত্রায় স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করে। সকাল সাড়ে ১০টায় এক বিশাল আনন্দ শোভাযাত্রা কলেজ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মুক্তমঞ্চ বটছায়ায় সমবেত হয়। এর পরপরই ব্যান্ড দলের বাদ্যের তালে তালে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে শুরু হয় আনন্দ উল্লাস। পরিশেষে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, মাগুরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর-রশীদ মুহীত,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ,মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোল্যা নবুয়ত আলী, চেয়ারম্যান মসিয়ার রহমান,কলেজ প্রতিষ্ঠাকালীন প্রাক্তন শিক্ষক ইটি ওবায়দুল্লাহ,শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক হাফিজুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস,শ্রীপুর প্রেসক্লাবে সভাপতি মুসাফির নজরুল,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুর রহমান,শিক্ষাণুরাগী সিরাজুল ইসলাম লাল্টু মিয়া, কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক অপূর্ব মিত্র,আইসিটি বিভাগের শিক্ষক মসিউর রহমান ও বাংলা বিভাগের ইলিয়াস হোসেন প্রমূখ। আলোচনাসভায় বক্তাগণ কলেজ সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অসামান্য অবদান ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অবঃ) এটি এম আব্দুল ওয়াহ্হাব ও প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব সাইফুজ্জামান শিখর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ।