বুধবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » ডুমুরিয়া বাজারের কালভার্টটির দু’পাশ ধ্বসে রাস্তাসহ একাধিক ভবন হুমকির মুখে
ডুমুরিয়া বাজারের কালভার্টটির দু’পাশ ধ্বসে রাস্তাসহ একাধিক ভবন হুমকির মুখে
অরুন দেবনাথ,ডুমুরিয়া ।
খুলনার ডুমুরিয়া বাজারে প্রবেশে একমাত্র কালভাটটি ধ্বসে চলাচলের রাস্তা ও পার্শ্ববর্তি একাধিক ভবন হুমকির মূখে পেেড়ছে। এ ঘটনার ১৫দিন পেরিয়ে গেলেও কর্র্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেনি বলে অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। উপায়ন্ত না পেয়ে নিজেরাই সংস্কারের উদ্যোগ গ্রহন করেছে বলে জানা গেছে।তবে ঘটনাস্থল পরিদর্শন এবং আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। সরেজমিনে গিয়ে একাধিক ব্যবসায়ী ও পথচারীর সাথে কথা বলে জানা যায় উপজেলার প্রান কেন্দ্র ডুমুরিয়া বাজারের মধ্যদিযে বয়ে গেছে ডুমুরিয়া-শরাফপুর সড়ক। ব্যস্ততম এ সড়কের বারোয়ানী বাজার নামক স্থানে সালতা নদীর উপর একটি কালভার্ট নির্মিত ছিল। যার উপর দিয়ে প্রতিনিয়ত ছোট-খাট যানবাহন ও হাজার হাজার লোক চলাচল করে আসছে।সম্প্রতি মরা শালতা নদী খননের পর জোয়ার ভাটার ¯্রােতে কালভার্টটির উভয় পার্শ্বে ভাংগন শুরু হয়।যা এখন চলাচলের রাস্তাসহ পার্শ্ববর্তি একাধিক ভবন ধ্বসের হুমকি হয়ে দাড়িয়েছে এবং ঝুঁকির মধ্য দিয়ে চলছে পথচারি।আশু প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহন না করলে কালভার্টটি ভেঙ্গে যেতে পারে।এনিয়ে আশংকায় রয়েছে পথচারি,ব্যবসায়ী ওভবনের মালিকেরা। এ নিয়ে কথা হয় বাজার কমিটির সভাপতি ডাঃ গৌর কিশোর রায়,ব্যবসায়ী মিজানুর রহমান,শেখ ফরিদ হাসেন,আমিনুর রহমান,উত্তম সরকারসহ অনেকের সাথে।তারা জানান অত্যান্ত গুরুত্বপূর্ন এ সড়কটি বাজারে প্রবেশের অন্যতম সড়ক। জোয়ারের পানির চাপে কালভার্টটির দু‘পাশে যখন ভাংগন লাগে এরপর থেকে আমরা নিজেদের উদ্যোগে সংস্কারের চেষ্টা করি। কিন্ত দিনে দিনে এর অবস্থা এত বেহাল হয়ে পড়েছে যে আশু ব্যবস্থা গ্রহন না করলে সড়ক ও অনেক ভবন ধ্বসে ব্যাপক ক্ষতি হবে। দূর্ভোগের শিকার হবে হাজার হাজার মানূষ।বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম বলেন, খবর শুনে গতকাল বিকেলে উপজেলা প্রকৌশলী বিদ্যুত কুমার দাসকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ পসঙ্গে কথা হয় উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরের সাথে। তিনি বলেন গুরুত্বপূর্ণ এ সড়কের উপর নির্মিত কালভার্টের দু’পাশে ভাংগন মারাত্বক আকার ধারন করেছে। আশু সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।