মঙ্গলবার ● ২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » কেশবপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
কেশবপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীনের সভাপতিত্বে সোমবার সকালে কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে শিশুদের কৃমির ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবকর হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার হারুনার রশীদ, মেডিকেল অফিসার ডাঃ রুমি, মেডিকেল এ্যাসিসেন্টন্স আনোয়ার হোসেন প্রমুখ।