বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » বিশ্ব » কালো হয়ে যাচ্ছে তাজমহল
কালো হয়ে যাচ্ছে তাজমহল
এস ডব্লিউ নিউজ : বায়ু দুষনের কারণে ক্রমেই কালো হয়ে যাচ্ছে তাজমহল। কোথাও আবার সাদা মার্বেল পাথরের উপর পড়েছে গাড় বাদামী ছোপ। যুক্তরাষ্ট্রের জার্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা টানা ৮ মাস গবেষনার পর জানিয়েছেন, বায়ুদুষনই শেষ করে দিচ্ছে প্রেমের প্রতীক এই সমাধিসৌধকে। মাইকেল বার্গিনের নেতৃত্বে জার্জিয়া বিশ্ববিদ্যালয়ে স্কুল অব আর্থ এন্ড অ্যাটমোসফিয়ারিক সায়েন্সের একদল গবেষক ২০১১ সালে নভেম্বর থেকে ২০১২ সালের জুন পর্যন্ত দীর্ঘ গবেষনার পর এক প্রতিবেদনে বলেছেন, বায়ুদুষণই তাজমহলের সর্বনাশ ঘটাচ্ছে আগ্রা শহরের শত শত গাড়ীর ধোয়া এবং ধুলাবালু তি করছে বিশ্ব ঐতিহ্য এই মর্মরসৌধের। তা-ছাড়াও আগ্রা থেকে দুরে যে কারখানাগুলো রয়েছে, সেসবের বিষাক্ত ধোয়া বাতাসে মিশে রাসায়নিকের ক্ষদ্র ক্ষুদ্র কণা ক্ষয় ধরাচ্ছে তাজমহলের পাথরে। পুরাতত্ত্ব সংরন কর্তৃপ য়ধরা পাথর সরিয়ে স্বস্তা মার্বেল পাথর বসাচ্ছে। তা কিছু দিন পরই নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি, আগ্রার রাস্তার ধারে জমে থাকা বর্জ্য থেকে সৃষ্ট বিষাক্ত গ্যাস ও তাজমহলের তি করছি বলে দাবী করা হয়েছে এই গবেষনায়। জার্জিয়া বিশ্ববিদ্যালয়ে এ দাবীকে সমর্থন করেছে কানপুর, আইআইটি এবং উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। গবেষনা প্রতিবেদনটি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি জার্নালে প্রকাশিত হয়।
ওয়ান ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।