মঙ্গলবার ● ১৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » নড়াইলে বৃদ্ধাশ্রম করতে চান চিত্রনায়িকা শাহনূর
নড়াইলে বৃদ্ধাশ্রম করতে চান চিত্রনায়িকা শাহনূর
ফরহাদ খান, নড়াইল ।
নড়াইলে বৃদ্ধাশ্রম নির্মাণ করতে চান চিত্রনায়িকা শাহনূর। গত রাতে রাত ১০টার দিকে নড়াইলের রামকৃষ্ণ আশ্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নড়াইলের তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মেয়ে চিত্রনায়িকা সৈয়দা শাহনূর বলেন, চলচিত্রে অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করে যাচ্ছি। বুদ্ধিপ্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক উন্নতির পাশাপাশি মানবাধিকার নিয়ে কাজ করছি। এরই ধারাবাহিকতায় জন্মভূমি নড়াইলের মাটিতে একটি বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা আছে। এজন্য সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের সহযোগিতা কামনা করেন শাহনূর। তবে কবে নাগাদ বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করবেন, তা এখনই স্পষ্ট করেননি তিনি। নায়িকা শাহনূর বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের আন্তর্জাতিক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকও। এছাড়া পথশিশু এবং কিডনি ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসিডর।
শাহনূর আরো বলেন, নড়াইলের কয়েকটি রাস্তা, কালভার্ট, স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। আমার ইচ্ছা, নড়াইলবাসীকে নিয়ে আরো উন্নয়নমূলক কাজ করব। এক্ষেত্রে সবার সহযোগিতা ও ভালোবাসা প্রয়োজন। তাহলে এগিয়ে যেতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের কেন্দ্রীয় মহাসচিব সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, সদস্য শরীফ উদ্দিন, নড়াইল আঞ্চলিক কমিটির সভাপতি মনিরুজ্জামান মিন্টু প্রমুখ। এর আগে রোববার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের আঞ্চলিক কমিটি ঘোষণা করেন শাহনূর।