শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » দাকোপে ভোর রাতে মারপিট করে বসতভিটে দখলে নেওয়ার ঘটনায় অবশেষে মামলা দায়ের
দাকোপে ভোর রাতে মারপিট করে বসতভিটে দখলে নেওয়ার ঘটনায় অবশেষে মামলা দায়ের
আজগর হোসেন ছাব্বির,দাকোপ।
দাকোপের গুনারী এলাকায় ভোর রাতে মধ্যযুগীয় কায়দায় হামলা করে বিরোধীয় বসত বাড়ী দখল করা হয়েছে। এ ঘটনায় একই পরিবারের ৪ জন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। থানায় মামলা দায়েরের পর দ্বিতীয় দফায় দখলে নেওয়া জমির গাছপালা কেটে ভিটেমাটির চিহ্ন মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে। প্রতিবাদে এলাকাবাসী সমাবেশ করে আসামীদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্থির দাবীসহ শচীন গংদের অতীতের নানা দূর্নীতি অনিয়মের বিষয়ে গনস্বাক্ষরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করা হয়েছে ।
সরেজমিন অনুসন্ধান ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বসতভিটের একটি অংশ নিয়ে গুনারী গ্রামের হেমন্ত মন্ডল পরিবারের সাথে প্রতিবেশী প্রভাবশালী শচীন মন্ডল গংদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। বিরোধীয় ওই সম্পত্তি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান আছে। এরই মাঝে গত ২৪ অক্টোবর ভোর রাতে শচীন মন্ডল গংরা হেমন্ত মন্ডলের বসত ভিটের বিরোধীয় ওই সম্পত্তি দখলে নিতে হামলা ভাংচুরসহ একই পরিবারের নারী পুরুষসহ ৪ জনকে মারপিট করে গুরুত্বর আহত করে। অপেক্ষাকৃত শক্তিশালী শচীন গংরা আকর্ষিক হেমন্ত মন্ডলের ঘেরাবেড়া ভেঙে বিরোধীয় ভিটে দখলে নিয়ে নতুন করে ঘেরাবেড়া দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা প্রাথমিকভাবে থানায় লিখিত অভিযোগ করলে শচীন গংরা আরো বেপরোয়া হয়ে দখলে নেওয়া সম্পত্তির উপর থাকা ফলন্ত গাছসহ সকল গাছপালা কেটে সাবাড় করে দেয়। এক কথায় বলা যায় ভিটের পূর্বের চিহ্ন বদলে ফেলার অপচেষ্টা করা হয়। অবশেষে গত ২৫ অক্টোবর হেমন্ত মন্ডল বাদী হয়ে শচীন মন্ডল গংদের ৬ জনের নামে দাকোপ থানায় মামলা দায়ের করেছে। অপরদিকে একটি অসহায় পরিবারের ভিটেবাড়ী রাতের আধারে হামলা করে দখলের প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসী শুক্রবার বিকেলে গুনারী শশ্মানঘাট এলাকায় সমাবেশ করেছে। গুনারী শীতল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিত্য নারায়ন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সংশ্লিষ্ট গুনারী ২ নং ওয়ার্ডের ্ইউপি সদস্য ভবতোষ মন্ডল, গুনারী ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিমাই চাঁদ মন্ডল, সাবেক মেম্বর মুরারী মোহন মন্ডল, শিক্ষক প্রকাশ নারায়ন সরদার, অরুন কুমার সানা, বিকাশ মন্ডল, খালেক গাজী, কৃত্তান্ত নারায়ন মন্ডল, রশিক লাল মন্ডল, ঠাকুরদাস মন্ডল, মিজানুর মীর, রেজাউল গাজী, বিষ্ণুপদ মন্ডল, বিকাশ বাইন, গৌরপদ হালদার, রেজাউল মীর, বিশ্বজিত ঢালী, গোষ্ট মন্ডল, ডাঃ নারায়ন মন্ডল, শ্যাশল সানা, মুফায়েল মীর, কংকন সানা, হাশেম সানা, জগবন্ধু মন্ডল, পরিমল মন্ডল, আনিচ মীর, প্রদীপ সরদার, গনেশ সরদার, দূর্গেশ মন্ডল, আসমত মীর, নারায়ন চক্রবর্তী, জিয়া মীর প্রমুখ। বক্তারা শচীন গংদের ওই সম্পত্তি থেকে অবৈধ দখলমুক্তের দাবী করে প্রশাসনের প্রতি হুশিয়ারী উচ্চারন করে বলেন, এই বর্বরতার সাথে জড়িতদের অবিলম্ভে গ্রেফতার না করলে প্রয়োজনে অসহায় পরিবারের পাশে দাড়িয়ে এলাকাবাসী চুড়ান্ত আন্দোলনে নামতে বাধ্য হবে। অপরদিকে শচীন মন্ডলের দীর্ঘদিনের দূর্নীতি অত্যাচার নির্যাতনসহ নিজ বাড়ীতে ব্যক্তিগত মন্দির দেখিয়ে সরকারী দপ্তর থেকে অনুদানের লক্ষ লক্ষ টাকা আতœসাতের বিচার দাবী করে খুলনা জেলা প্রশাসক বরাবর একটি গন দরখস্ত করা হয়েছে। যেখানে সংশ্লিষ্ট সুতারখালী ইউপি চেয়ারম্যান মেম্বরসহ সর্বস্থরের সহ¯্রাধীক মানুষ স্বাক্ষর করেছেন। গনস্বাক্ষরকৃত অভিযোগের অনুলিপি খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পুলিশ সুপার, খুলনা দূর্নীতি দমন কমিশন, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দাকোপ প্রেসক্লাব বরাবর দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বলেন প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শনসহ আসামীদের গ্রেফতারের ব্যাপারে পুলিশী তৎপরতা অব্যহত আছে।