শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

SW News24
শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে এসপির হস্তক্ষেপে বাড়িভাঙ্গা খাল জেলেদের জন্য উন্মুক্ত, খুশি সাত গ্রামবাসী
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে এসপির হস্তক্ষেপে বাড়িভাঙ্গা খাল জেলেদের জন্য উন্মুক্ত, খুশি সাত গ্রামবাসী
৫৯৭ বার পঠিত
শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে এসপির হস্তক্ষেপে বাড়িভাঙ্গা খাল জেলেদের জন্য উন্মুক্ত, খুশি সাত গ্রামবাসী

---

ফরহাদ খান, নড়াইল ।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বাড়িভাঙ্গা জেলেদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এখন থেকে জেলেরা এ খালে স্বাধীন ভাবে মাছ ধরতে পারবেন। সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা খাল পরিদর্শন করে এলাকাবাসীর জন্য এ সুযোগ করে দেন তিনি। এর আগে খালটি প্রভাবশালীদের দখলে ছিল। দীর্ঘ ২০ বছর পর এলাকাবাসীসহ জেলেদের জন্য উন্মুক্ত হলো খালটি।  এতে ভীষণ খুশি নলদী ও নোয়াগ্রাম ইউনিয়নের সাত গ্রামবাসী।

এ সময় পুলিশ সুপারের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরফুউদ্দীন, পুলিশ সুপারের সহধর্মিনী নাহিদা আক্তার চৌধুরী, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য আলমগীর হোসেন মোল্যা, জাকির হোসেন, শিক্ষার্থী ফাইজুম সালেহীন সামির, সামিহা মুবাশ্বিরা রোজ, ব্রাক্ষèণডাঙ্গার মাহবুবুর রহমান, চরব্রাক্ষèণডাঙ্গার ধলা মিয়া, নলদী পুলিশ ফাঁড়ির কর্মকর্তারাসহ এলাকাবাসী। পুলিশ সুপারের এ ধরণের পদক্ষেপে নলদী ইউনিয়নের জালালসী, বৈকণ্ঠপুর ও বারইপাড়া এবং নোয়াগ্রাম ইউনিয়নের বাড়িভাঙ্গা, হান্দলা, ব্রাক্ষèণডাঙ্গা ও চরব্রাক্ষèণডাঙ্গা গ্রামের শতাধিক জেলেসহ হাজারো মানুষের জন্য উন্মুক্ত হলো বাড়িভাঙ্গা খালটি।

এদিকে সবাই যাতে নির্বিঘেœ খালে মাছ ধরতে পারেন, সেজন্য নলদী ফাঁড়ির পুলিশকে খালপাড় এলাকায় সার্বক্ষণিক নজরদারি জন্য নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এতে জেলেসহ এলাকাবাসী খুশি হয়েছেন। তবে স্থানীয় কিছু লোক এ ধরণের ভালো উদ্যোগের বিরোধিতাও করেন।

জানা যায়, লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা খালের বিভিন্ন স্থানে আড়াআড়ি বাঁধ, সুইতে (চিকন ও ঘন জাল) জালসহ বিভিন্ন উপায়ে বাঁধা সৃষ্টি করে এক শ্রেণীর সুবিধাভোগী লোক বর্ষা মওসুমে মাছ ধরে আসছেন। এমনকি প্রতি মওসুমে প্রায় চার লাখ টাকার বিনিময়ে খাল আগাম বিক্রি করে দিয়ে তাদের পছন্দমত লোকজনকে মাছ ধরার সুযোগ করে দিতেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকার গরিব জেলেসহ সাধারণ মানুষ বাড়িভাঙ্গা খাল এবং খালসংলগ্ন ইছামতি বিলের মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এ নিয়ে এলাকায় ইতোপূর্বে অন্তত ১০ বার দ্বন্দ্ব-সংঘাতও সৃষ্টি হয়েছে। ২০১২ সালের ২২ জুন দুইপক্ষের সংঘর্ষে হান্দলা গ্রামের মোশারেফ হোসেন মুসা (৪০) নামে এক দিনমুজুর নিহত হওয়ার ঘটনাও ঘটে। তবে, এখন থেকে সবাই এ খাল ও বিলে ভেসাল, জাল, পলই, ঘুণি, বড়শিসহ বিভিন্ন উপকরণ দিয়ে উন্মুক্ত ভাবে মাছ ধরতে পারবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

এ এলাকার জেলেসহ উপকারভোগীরা জানান, বাড়িভাঙ্গা খাল ও ইছামতি বিল থেকে প্রতিবছর প্রায় ২০ লাখ টাকার দেশি মাছ আহরণ করেন তারা। এখানে দেশি পুঁটি, রয়না, খয়রা, টেংরা, কৈ, শিং, বাইন, শোল, বোয়াল, টাকি, রুই, কাতলা, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাওয়া যায়। বছরের অন্য সময়ের তুলনায় অক্টোবর ও নভেম্বর দুই মাস জুড়ে বেশি মাছ ধরা পড়ে বাড়িভাঙ্গা ও ইছামতি বিলে। এ বিল ও খালে সারাবছর পানি থাকায় দেশি মাছের অভয়াশ্রমও বলা যায়। এখানকার মাছে নড়াইলের রূপগঞ্জ ও লোহাগড়া বাজারসহ ওই সাত গ্রামের জনসাধারণের চাহিদা অনেকাংশে মিটে যায়। এমনকি ভালো দাম পেয়ে এখানকার মাছ ঢাকায়ও পাঠিয়ে থাকেন মৎস্যজীবীরা। শুটকি দেয়া হয় ছোট আকারের মাছগুলো। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বাড়িভাঙ্গা খালটির একপ্রান্ত মিলিত হয়েছে ইছমতি বিলে এবং অপরপ্রান্ত মিলিত হয়েছে নবগঙ্গা নদীর সঙ্গে। সুবিশাল ইছামতি বিল থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন এবং শুষ্ক মওসুমে নবগঙ্গা নদীর পানি বিলে সরবরাহের জন্য বাড়িভাঙ্গা খালটি প্রায় ৪০ আগে কাটা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘ক্লিন নড়াইল, গ্রীণ নড়াইল’ গড়ার লক্ষ্যে আমরা নড়াইলের পরিবেশ-প্রকৃতি, মাছ তথা জলজ প্রাণির নিরাপদ আশ্রয় গড়ে তোলার জন্য শহর ও গ্রামাঞ্চলে কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে বাড়িভাঙ্গা খাল ও ইছামতি বিলের প্রাকৃতিক মাছ রক্ষার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এতে করে দেশি মাছের উৎপাদন বাড়বে। আর সেই মাছ ধরার অধিকার যেন সবাই পায়, সে লক্ষ্যে খাল থেকে বিভিন্ন ধরণের বাঁধ অপসারণ করার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি মাছের প্রজননসহ নিরাপদ চলাচলও সহজ হবে। এতে করে এলাকাবাসী এ খাল ও বিল থেকে দেশি মাছের চাহিদা মেটাতে পারবেন। এমনকি দেশি মাছ টিকিয়ে রাখতে এবং বংশবিস্তারে দীর্ঘদিনের ময়লা-আর্বজনার স্তূপ সরিয়ে নড়াইল-মাগুরা সড়কের পাশে; পুলিশ সুপারের বাসভবনের সামনে বিভিন্ন প্রজাতির দেশি মাছের সমন্বয়ে ‘পুলিশ মৎস্য অ্যাকুরিয়াম বা পুলিশ মৎস্য খামার’ গড়ে তোলা হয়েছে। এছাড়া এসপি অফিস, পুলিশ লাইন্স পুকুর, ট্রাফিক অফিসসহ অনেক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে। দেশি মাছসহ অন্য প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে পুকুর, খাল, বিল ও নদীসহ জলাশয়গুলোতে মাছচাষে সবাইকে আন্তরিক হতে হবে। এতে দেশে পুষ্টির চাহিদা পূরণসহ বিদেশে বিভিন্ন প্রজাতির মাছ রফতানির সুযোগ সৃষ্টি হবে।

 





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধার নামে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধার নামে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়
উপকূলের টেকসই উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে উপকূল দিবসে বিশেষ আলোচনা ও মানববন্ধন উপকূলের টেকসই উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে উপকূল দিবসে বিশেষ আলোচনা ও মানববন্ধন
খুলনায় দিন ব্যাপী সৌন্দর্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় দিন ব্যাপী সৌন্দর্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে গণপ্রকৌশল দিবস পালিত নড়াইলে গণপ্রকৌশল দিবস পালিত
মাগুরায় জাতীয় সমবায় দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস পালিত
কয়রায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন কয়রায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন
পরিবারের স্বচ্ছলতার জন্য প্রবাসে গিয়ে লাশ ফিরলেন  নাজিমুদ্দিন পরিবারের স্বচ্ছলতার জন্য প্রবাসে গিয়ে লাশ ফিরলেন নাজিমুদ্দিন
এইচএসসিতে বৈষম্যহীন ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক ৫৩ এইচএসসিতে বৈষম্যহীন ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক ৫৩
মাগুরায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স মাগুরায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স

আর্কাইভ