শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় বিজ্ঞানী পি.সি. রায়ের ৭৪তম মহাপ্রয়াণ দিবস উদযাপিত
পাইকগাছায় বিজ্ঞানী পি.সি. রায়ের ৭৪তম মহাপ্রয়াণ দিবস উদযাপিত
এস ডব্লিউ নিউজ ॥
পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, স্মরণিকার মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ৭৪তম মহাপ্রয়াণ দিবস উদযাপিত হয়েছে। আচার্য প্রফুল্লচন্দ্র সাহিত্য পরিষদের উদ্যোগে শনিবার সকালে পাইকগাছার কাটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, বিশ্ববরণ্যে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের কর্মকান্ড ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে তার কর্মকান্ডকে তুলে ধরে জাগ্রত রাখা আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, তার ভেজস চিকিৎসার একটি টপিক্স বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবইয়ে অন্তর্ভূক্ত করার চেষ্টা করা হবে। অনুষ্ঠানের উদ্বোধক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মনোরঞ্জন ঘোষাল বলেন, প্রফুল্লচন্দ্রের কর্মকান্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে না পারি তা হলে সেটা আমাদের হবে ব্যর্থতা। বিজ্ঞানীর সকল কর্মকান্ড বিকশিত করাই আমাদের দায়িত্ব। তার বক্তৃতার মধ্যে স্বাধীন বাংলা কেন্দ্রের প্রচারিত দুইটি দেশত্ববোধক সংগীত পরিবেশন করেন। আচার্য প্রফুল্লচন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি রণজিৎ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, খাদ্য মন্ত্রাণালয়ের উপ-সচিব সমীর কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, অবসর প্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর নিমাই চন্দ্র মন্ডল, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন, কবি সুহৃদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন, আচার্য প্রফুল্লচন্দ্র সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক উত্তম কুমার দাশ। বক্তব্য রাখেন, এস ডব্লিউ নিউজ ২৪ এর সম্পাদক ও পাইকগাছা প্রেসক্লাবের সদস্য সচিব প্রকাশ ঘোষ বিধান, প্রধান শিক্ষক অশোক কুমার বসু, ডাঃ পঞ্চানন চক্রবর্তী, পিযুষ কান্তি দাশ, পল্টু বাশার, তৃপ্তি মোহন মল্লিক, আছাদুল্লাহ হক মিঠু, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, গাজী শাহজাহান সিরাজ, মাওঃ নূরুল ইসলাম, প্রতিব দেবনাথ, টমাস টিটু, শিক্ষার্থী মৌসুমি পাল। অনুষ্ঠান পরিচালনা করেন, সাহিত্য পরিষদের সহ-সভাপতি গণেশ হালদার। উল্লেখ্য, বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় ১৮৬১ সালের ২ আগস্ট খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়–লী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৪ সালের ১৬ জুন পরলোকগমন করেন।