রবিবার ● ২৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ
মাগুরায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং পলিটেকনিক ইন্সটিটিউট সমূহে পরিচালিত ২য় শিফট শিক্ষক-কর্মচারিদের সম্মানী ভাতা বৃদ্ধি ও অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত পত্রের সিদ্ধান্ত বাতিলের দাবীতে প্রতিবাদ ও সমাবেশ করেছে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ ।
রোববার বিকালে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের ও কলেজের আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রকৌশলী হাসান আহমেদ, সহ-সভাপতি মো: আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী সাফিকুল ইসলাম প্রমুখ ।
সভায় প্রত্যেক বক্তা দ্বিতীয় শিফটের শিক্ষক-কর্মচারীদের সম্মানী ভাতা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী মুল বেতনের ৫০% ভাগ বহাল রেখে পর্যায় ক্রমে ১০০% উন্নীত করণের দাবী জানানো হয় । তাছাড়া প্রতিবাদ সমাবেশে চলমান মুলবেতনের ৫০% ভাগ থেকে নি¤œ ২য় শিফটের ভাতা কমিয়ে আনায় বক্তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন ।