সোমবার ● ৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুরের বড়েঙ্গা সম্মেলনী বিদ্যাপীঠের অবসর প্রাপ্ত ৯ শিক্ষক-কর্মচারীকে সম্বর্ধনা প্রদান
কেশবপুরের বড়েঙ্গা সম্মেলনী বিদ্যাপীঠের অবসর প্রাপ্ত ৯ শিক্ষক-কর্মচারীকে সম্বর্ধনা প্রদান
কেশবপুর (যশোর) প্রতিনিধি ।
যশোরের কেশবপুরে শনিবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী বড়েঙ্গা সম্মেলনী বিদ্যাপীঠের ৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীকে অবসরোত্তর সম্বর্ধনা প্রদান করা হয়েছে। এর মধ্যে ২ জনকে মরোন্তর সম্বর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের হল রুমে আলোচলা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান সাদেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক ও সাবেক সংসদ সদস্য আব্দুল হালীম, প্রধান শিক্ষক মধুসূদন চক্রবর্তী, অবসর প্রাপ্ত শিক্ষক অরুন চক্রবর্ত্তী, শিক্ষক মনোজ কান্তি হালদার, জাহাঙ্গীর আলম, মোস্তফা কামাল লিটন, সাবেক শিক্ষার্থী মুনসুর আলী, শিক্ষার্থী পূজা রায়, তপতী, সাদিয়া খাতুন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। আলোচনা শেষে বড়েঙ্গা সম্মেলনী বিদ্যাপীঠের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস শহীদ, লক্ষী কান্ত পাইন, মো: মোসলেম উদ্দীন, মো: আব্দুস ছাত্তার, শেখ আব্দুল মজিদ, অরুন কুমার চক্রবর্তী, অফিস সহকারি আব্দুল বারী এবং মরোন্তর মৃত অমল কান্তি দে ও আয়া মৃত ভানুবিবিকে অবসরোত্তর সম্বর্ধনা প্রদান করা হয়।