বৃহস্পতিবার ● ৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে বাল্যবিবাহের অপরাধে মেয়ের পিতা ও বরকে কারাদন্ড
কেশবপুরে বাল্যবিবাহের অপরাধে মেয়ের পিতা ও বরকে কারাদন্ড
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর)প্রতিনিধি ।
যশোরের কেশবপুরে বাল্যবিবাহের পৃথক দুটি ঘটনায় মঙ্গলবার বিকেলে মেয়ের পিতা ও বরকে কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান পৃথক পৃথক ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের পিতাকে ছয় মাসের জেল এবং অন্যটিতে বরকে এক মাসের আটকাদেশ ও ২৫ হাজার টাকা জরিমানা করা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানাগেছে, মঙ্গলবার বিকেলে কেশবপুরের চাঁদড়া গ্রামের ছবেদ আলী গাজীর মেয়েকে (১৬) ত্রিমোহিনী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীকে (১৬) বিয়ে দেবার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে পিতা ছবেদ আলীকে (৫৫) ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। ওই ছাত্রীকে উপজেলার নতুন মূলগ্রামের হাসান আলীর ছেলে নাঈমের সাথে বিয়ে দেয়া হয়েছিল। এছাড়া উপজেলার রঘুরামপুর গ্রামের শাসছের সানার ছেলে মেহেদি হাসানকে (১৯) এক মাসের আটকাদেশ ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদন্ড দেয়া হয়েছে। সে বাগেরহাটের বলবদ্ধপুরের শহিদুল ইসলামের মেয়েকে (১৬) বিয়ে করেছে।