শুক্রবার ● ১৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড লানিং কর্মসূচি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -প্রাথমিক ও গণশিক্ষা সচিব
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড লানিং কর্মসূচি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -প্রাথমিক ও গণশিক্ষা সচিব
মাগুরা প্রতিনিধি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেছেন, ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড লানিং কর্মসূচি’ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিশুদের বাংলা, ইংরেজীসহ অন্যান্য বিষেয়ে রিডিং পাড়া শেখানো, অটিস্টিক শিশুসহ একটি শ্রেণী কক্ষের যেকজন শিশু রয়েছে তাদেরকে অন্তর্ভূক্তি করে পাঠদানসহ অন্যান্য ক্ষেত্রে শিক্ষা দানের মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরতে সহকারি শিক্ষা অফিসার, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বৃহস্পতিবার মাগুরা জেলার সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে পিটিআই সুপারিনটেনডেন্ট বাদল চন্দ্রসাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিবের একান্ত সচিব মুস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, উপ-অনুষ্ঠানিক শিক্ষা অধিপ্তরের সহকারি পরিচালক সরজ কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানে সচিব আরো বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চতকরণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে। এটি বাস্তবায়নে সহকারি শিক্ষা কর্মকর্তাদের স্কুল পরিদর্শন বাড়ানোর পাশপাশি শ্রেণী কক্ষে নির্ভুলভাবে পাঠদান পরিকল্পনা তৈরিতে শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি।