বুধবার ● ২১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে ২ হাজারের বেশি মামলা সরকারি আইনি সেবার আওতায় এসেছে
নড়াইলে ২ হাজারের বেশি মামলা সরকারি আইনি সেবার আওতায় এসেছে
ফরহাদ খান, নড়াইল ।
নড়াইলে সরকারি আইনি সেবার সাফল্য, প্রচার ও প্রসারে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে সোমবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানানো হয়-২০১৮ সালের গতকাল (১৯ নভেম্বর) পর্যন্ত জেলা লিগ্যাল এইডের মাধ্যমে দুই হাজার ৬৫টি মামলায় সরকারি ভাবে সহযোগিতা করা হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন যুগ্ম জেলা ও দায়রা জজ আবুবকর সিদ্দিক, যুগ্ম জেলা ও দায়রা জজ জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হাদিউজজামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাকাহীদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরফুদ্দীন, অ্যাডভোকেট রমা রানী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাংবাদিক কার্র্তিক দাস, কাজী হাফিজুর রহমান, তারিকুজ্জামান লিটু, হুমায়ুন কবির রিন্টু, ফরহাদ খান, আজিজুল ইসলাম, জিয়াউর রহমান জামী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম, সিনিয়র সহকারী জজ তাকিয়া সুলতানা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, সহকারী জজ মু. হাবীবুর রহমানসহ গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে অসহায় ও হতদরিদ্রদের সরকারি ভাবে আইনগত সহায়তা দেয়া হচ্ছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত নড়াইলে দুই হাজার ৬৫টি মামলায় সহযোগিতা করা হয়েছে। এসব মামলা পরিচালনা করেছেন ৪৮ আইনজীবী। অসহায় মানুষের ক্ষেত্রে বিনা খরচে ঘরে বসেই মিলবে আইনি সেবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ।’