বৃহস্পতিবার ● ২২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » প্রাথমিক শিক্ষার মান-উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন একজন আলাকিত মানুষ বুলবুল
প্রাথমিক শিক্ষার মান-উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন একজন আলাকিত মানুষ বুলবুল
এম. আব্দুল করিম, ুকেশবপুর, (যশোর)
প্রাথমিক শিক্ষার মান-উন্নয়নের ক্ষেত্রে আলোর প্রদীপ হিসেবে দিন-রাত নিরলস কাজ করে চলেছেন একজন সফল ও আলোকিত মানুষ, বাংলাদেশের প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা নিয়ে যার ভাবনার শেষ নেই। সেই আলোকিত মানুষের আলোকিত নাম সফল এসএসির সভাপতি মোঃ হাারুনার রশীদ বুলবুল। তিনি অহর্নিশি ছুটে চলেছেন যশোর জেলার অধিাকাংশ প্রাথমিক বিদ্যালয়ে। খবর নিচ্ছেন গরীব মেধাবী শিক্ষার্থীদের টাকার অভাবে লেখাপড়া বন্ধ হচ্ছে কিনা, খাতা কলম বা পোষাক কিনতে পারছে কিনা, তিনি প্রাথমি শিক্ষার মান-উন্নয়নে ও ঝরে পড়া রোধে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও এসএমসির সাথে নিয়মিত মতবিনিময় করে চলেছেন। বাংলাদেশ সরকারের পাশাপাশি এসএমসির একটি গুরুত্বপূর্ন ভূমিকার মাধ্যমে প্রাথমিক শিক্ষায় যে অবদান রাখা যায় তিনি তার জলন্ত প্রমান। সম্প্রতি তিনি শিশুদের জন্য কল্যাণফান্ড(সংস্থা) গঠন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। এছাড়াও তিনি দুঃস্থ শিশু উন্নয়ন সংস্থা” নামক একটি সংস্থার মাধ্যমে যশোর জেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরন খেলনা সামগ্রী বিতরন করে যাচ্ছেন। তিনি শিশুদের আর্থিক সহযোগিতার জন্য এসএমসি কল্যান ফান্ড গঠন করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মোট কথা যেখানে সমস্যা সেখানে ছুটে যাচ্ছেন তিনি। হারুনার রশীদ বুলবুল ২০১৩ সালে যশোরের কেশবপুর উপজেলার প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে যেয়ে লেখা-পড়ার মনিটরিং, সমাপনী পরীক্ষার্থীদের জন্য রাত্রিকালীন কোচিং, অন ডে অন ওয়ার্ড শিক্ষার্থী পঠন ও লিখন শৈলির কার্যক্রম অব্যাহত, মা ও অভিভাবক সমাবেশ, শিশু-বরন উৎসব, শ্রেষ্ঠ মাকে পুরস্কৃত করা, শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কৃত করা ,ফুলের বাগান করা, বিদ্যালয়ে মিড মিলের ব্যাবস্থা করা, ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় প্রোগ্রাম যথাযথ পালন, স্টুডেন্ট কাউন্সিল গঠনের পাশা-পাশি তিনি বাংলাদেশের সামাজিক ব্যাধি মাদক, নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করে চলেছেন। তিনি তার এই শিশু কল্যাণ ও প্রাথমি শিক্ষার মান-উন্নয়নসহ সর্বজনীন কল্যাণমুখী কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ স্থানীয় ভাবে যেমন প্রসংশা কুড়িয়েছেন তেমনি সরকারি ও বে-সরকারি ভাবেও একাধিক বার পেয়েছেন বিভিন্ন প্রকার সম্মাননা ও পুরস্কার। তিনি ৪ বার উপজেলা, ৪ বার জেলা, ৩ বার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করেন। সম্প্রতি তিনি আবারও জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করতে যাচ্ছেন।