শনিবার ● ২৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুর বালিয়াডাঙ্গা চাইল্ড স্পন্সরশীপ প্রকল্পের উদ্যোগে শিশু নিরাপত্তা বিষয়ক সেমিনার
কেশবপুর বালিয়াডাঙ্গা চাইল্ড স্পন্সরশীপ প্রকল্পের উদ্যোগে শিশু নিরাপত্তা বিষয়ক সেমিনার
কেশবপুর (যশোর) প্রতিনিধি।
যশোরের কেশবপুরে কালভেরি ব্যাপ্টিস্ট চার্চ বালিয়াডাঙ্গা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৪৩ এর উদ্যোগে প্রকল্পের শিশুদের মায়েদের নিয়ে শিশু নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে বৃহস্পতিবার বালিয়াডাঙ্গা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৪৩ প্রকল্পের হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালভেরি ব্যাপ্টিস্ট চার্চের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৪৩ এর প্রজেক্ট ম্যানেজার প্রদিপ সিংহ, জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার উজ্জল দাস, ব্যবসায়ী তৌহিদুজ্জামান টিটো, অভিভাবক মায়েদের মধ্যে শিলা বিশ্বাস, দিতি বিশ্বাস, দিপতি দাস, চম্পা দাস, সুনিতা দাস, অঞ্জু বিশ্বাস, লতিকা দাস প্রমুখ। অনুষ্ঠানে দুই শতাধিক অভিভাবক মায়েরা উপস্থিত ছিলেন।