রবিবার ● ২৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়ায় চেচুড়ি-কপালিয়া ব্রীজ ও গুচ্ছ গ্রামে সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ!
ডুমুরিয়ায় চেচুড়ি-কপালিয়া ব্রীজ ও গুচ্ছ গ্রামে সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ!
ডুমুরিয়া প্রতিনিধি।
ডুমুরিয়ার-চেচুড়ি-কপালিয়া ব্রীজ সংলগ্ন পাকা সড়ক ঘেষে, সরকারি ইটের সোলিং তুলে নির্মিত হচ্ছে পাকা বহুতল ভবন। কর্তৃপক্ষ নীরব। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে চেচুড়ি গ্রামের প্রভাবশালী সেলিম সরদার কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ ভবন নির্মাণ করছে। ইতোপূর্বে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক রুদাঘরা ভূমি অফিসের কর্মকর্তা ঘটনাস্থলে যান এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন। ভবনটি ২৫নং পোল্ডার অধীন সরকারী সম্পত্তিতে ব্যক্তি মালিকাণাধীন হিসাবে গড়ে তোলা হচ্ছে। এবিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন; আমরা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক ঘটনাস্থলে যাই ও নির্মাণ কাজ বন্ধ করে দিই। এরপর সেখানে আবার নির্মাণ কাজ চলছে কিনা আমার জানা নেই। প্রকৃত অর্থে নির্বাহী অফিসারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেলিম সরদার সরকারি সম্পত্তিতে বহুতল ভবন গড়ে তুলছে। এ বিষয়ে স্থানীয় হায়দার আলী জানান; উপরে দৌড়াদৌড়ি করে কর্মকর্তাদের ফিটিং করে এরা কাজ শুরু করেছে। ঐ বহুতল ভবনটি কপালিয়া ব্রীজ সংলগ্ন গুচ্ছগ্রামের কয়েকটি বাড়ি ও কিছু গাছ কর্তন করে ঘর নির্মাণ করছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সেনাবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত এ গুচ্ছগ্রাম ও তাদের রোপনকৃত গাছগুলি কেটে তারা স্বাধীনভাবে ঘর নির্মাণ করে চলেছে যা বে-আইনী। স্থানীয় একটি প্রভাবশালী মহল ক্ষমতাসীন দলের প্রভাবকে কাজে লাগিয়ে তারা যেমন ঘর নির্মাণ করছে: তেমনি সরকারে বদনামও করছে। আইন আছে কিন্তু তার প্রয়োগ নাই। এভাবেই লুটপাট চলছে সর্বত্র। এলাকাবাসী এসব দূর্নীতির স্থায়ী সমাধান গ্রহণ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।