বুধবার ● ২৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চুরি ও সড়কে গাছের গুড়ি ফেলে ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে
পাইকগাছায় চুরি ও সড়কে গাছের গুড়ি ফেলে ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় একেরপর পর ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও সড়কে গাছের গুড়ি ফেলে ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চুরি ও ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীরা থানায় মৌখিক অভিযোগ জানিয়েছে।
জানাগেছে, বুধবার দিবাগত রাতে পাইকগাছা উপজেলার সদর ইউনিয়ন গদাইপুরের বোয়ালিয়া মোড় মেহেদী এন্টারপ্রাইজ নামক দোকানে দেওয়াল কেঁটে চুরি ও একই রাতে বোয়ালিয়া সড়কে কলা গাছ ফেলে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকার মালামাল ছিনতাই করেছে। মেহেদী এন্টারপ্রাইজের মালিক মতিয়ার রহমান জানান, তার দোকানে ৫০ হাজার টাকা দগদ ও প্রায় ২০ হাজার টাকা মালামাল চুরি হয়েছে। ছিনতাইয়ের শিকার বোয়ালিয়া মোড়ের ব্যবসায়ী রাম কৃষ্ণ সাধু জানান, প্রতিদিনের ন্যায় রাত ১২টায় দোকান বন্ধ করে মটরসাইকেল যোগে বোয়ালিয়ায় বাড়িতে যাচ্ছিল।
পথিমধ্যে রাস্তায় কলা গাছ ফেলে রাস্তা বন্ধ থাকায় মটর সাইকেল দাড়ানোর সঙ্গে সঙ্গে পিছন থেকে ছিনতাইকারীরা লাঠি দিয়ে বেধড়ক মারপিট শুরু করলে সে মটরসাইকেল থেকে পড়ে গিয়ে চিৎকার শুরু করে। ছিনতাইকারীরা তার গাড়ীতে থাকা প্রায় ১৫ হাজার টাকা সিগারেট ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার মেহেদী এন্টারপ্রাইজের মালিক মতিয়ার রহমান ও ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী রাম কৃষ্ণ সাধু সহ অন্যান্য ব্যবসায়ীরা থানায় গিয়ে অভিযোগ জানালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ব্যবসায়ীরা জানান। ইতিপূর্বে ২৫ নভেম্বর রবিবার দিবাগত রাতে মেইন সড়কের উপর গাছের গুড়ি ফেলে ট্রাক আটকিয়ে ট্রাক ভাংচুর ও টাকা ছিনতাইয়ের চেষ্টা কালে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। প্রায় ১ মাস আগে বোয়ালিয়া মোড়ের তেল ব্যবসায়ী খলিলুর রহমানের দোকানের টিনের চাল কেটে প্রায় ৭ হাজার টাকা চুরি ও একই রাতে বোয়ালিয়া মোড়ের ব্যবসী অচিন্ত সাধুর মুদি দোকান থেকে প্রায় ১০ হাজার টাকা ২টি মোবাইল ফোন সহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। একেরপর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তেমনি এলাকার সাধারণ মানুষ ভিতু ও সন্ত্রাস্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, গদাইপুর ইউনিয়নের প্রতি বিশেষ নজরদারী রয়েছে ও পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।