রবিবার ● ৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » খুলনায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা
খুলনায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা
এস ডব্লিউ নিউজ:
বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা রবিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাকস মোহাম্মদ হেলাল হোসেন। খুলনা জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক দপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, মহীয়সী নারী বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। নারীমুক্তি, সমাজ সংস্কার ও প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ। ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙ্গে বেগম রোকেয়া নারী জাতির মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে নারী সমাজকে আলোর পথ দেখান।
অন্যান্য অতিথিরা বলেন, ঘরে ও বাইরেও নারীরা ভালভাবে দায়িত্ব পালন করছে। শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, সশস্ত্রবাহিনীসহ সকল পেশাতেই আজ নারীর অবাধ পদচারণা। নারীদের পেছনে ফেলার কোন সুযোগ নেই। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারা আরও বলেন, পুরুষরা যদি একটু সহানুভূতি হয় তাহলে নারীরা আরো সামনে এগিয়ে যাবে। বেগম রোকেয়ার আদর্শ নিয়ে নারী সমাজকে সামনে এগুতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইসরাত জাহান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডির সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদ এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা সৈয়দা হোসনে আরা রুনু। স্বাগত জানান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নারী নেত্রী শামীমা সুলতানা শিলু, পারভীন আক্তার এবং জয়ীতা সাকেরা বানু।
অনুষ্ঠানে ৮ জন জয়ীতাকে সম্মাননা প্রদান করেন।