সোমবার ● ১০ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » মাগুরার দুটি আসনের ১০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
মাগুরার দুটি আসনের ১০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
মাগুরা প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার মাগুরা-১ আসনের ৭ জন ও মাগুরা-২ আসনের ৩ জনসহ মোট ১০ জন প্রার্থী সোমবার দলীয় প্রতীক গ্রহণ করেছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আলী আকবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ দেন।
এ সময় মাগুরা-১ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ‘নৌকা’ প্রতীক গ্রহণ করেন, বিএনপি দলীয় প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীক গ্রহণ করেন এ্যাডভোকেট সাহেদ হাসান টগর, জাতীয় পার্টির এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা ‘লাঙ্গল’ প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ(রব)’র এম এ আউয়াল ‘তারা’ প্রতীক, এনপিপি প্রার্থী কাজী তৌহিদুল আলম ‘আম’, বিএনফ’র কে এম মুতাসিম বিল্লাহ ‘টেলিভিশন’, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা মোঃ নাজিরুল ইসলাম‘ হাতপাখা’ প্রতীক গ্রহণ করেন।
অপর দিকে, মাগুরা-২ আসন থেকে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ড. বীরেন শিকদার ‘নৌকা’ প্রতীক গ্রহণ করেন, বিএনপির দলীয় প্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে ‘ধানের শীষ’ প্রতীক গ্রহণ করেন এ্যাডভোকেট রোকনুজ্জামান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রার্থী মুফতি মোস্তফা কামাল ‘হাতপাখা’ প্রতীক গ্রহণ করেন।
প্রতীক বরাদ্দের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ফইজুল মোল্যা প্রমুখ।