সোমবার ● ১৭ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » আশাশুনি মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
আশাশুনি মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে মহান বিজয় দিবস’১৮ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রোববার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। সূর্য্যদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টুর নেতৃত্বে আ’লীগ ও স্ব স্ব দায়িত্বে বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠন, অধ্যক্ষ (চলতি দায়িত্বে) হোসেন আলীর নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি মহিলা কলেজ, ইউএনও আলিফ রেজা (ভারপ্রাপ্ত) কমান্ডার ও সাবেক কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে থানা পুলিশ, সভাপতি জিএম মুজিবুর রহমানের নেতৃত্বে আশাশুনি প্রেসক্লাব, সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যর নেতৃত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি ক্রীড়া সংস্থা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতি, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, আশাশুনি বালিকা বিদ্যালয়, চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে আশাশুনি হাইস্কুল মাঠে জাতীয় পতাক উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনও মীর আলিফ রেজা। সাড়ে ৯ টায় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরিরচর্চা। ১০ টায় ছাত্র/ছাত্রীদের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টুর নেতৃত্বে পৃথক পৃথকভাবে পৃথক অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা করা হয়। সকাল সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও দুপুরে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শিশু, মাধ্যমিক কলেজ পর্যাযের শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধা ভিত্তিক রচনা, চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরে ইউএনও মীর আলিফ রেজার সভাপতিত্বে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।