বুধবার ● ১৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নি সংযোগ, বোমা বিস্ফোরন; থানায় মামলা; আটক ৮
পাইকগাছায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নি সংযোগ, বোমা বিস্ফোরন; থানায় মামলা; আটক ৮
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচন অফিসে অগ্নি সংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জামায়াত নেতা সহ ৮ ব্যক্তিকে আটক করেছে। এ ঘটনায় ভোরবেলা গদাইপুরে আওয়ামী লীগের বিক্ষোপ মিছিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা প্রশাসক সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাযায়, মঙ্গলবার রাত ১২টায় উপজেলার গদাইপুর বাজার মোড়ে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও বোমা ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে দুর্বৃত্তরা। নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করায় তৈরীকৃত নৌকা, চেয়ার ও অফিসের বেড়া পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঐ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ওসি আমিনুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স। বুধবার সকালে ঘটনাস্থলে যান নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ হেলাল হোসেন, জেলা পুলিশ সুপার এসএম শফি উল্লাহ, জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজাহারুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নব কুমার বিশ্বাস ও উপজেলা নির্বাহী, সহকারী রিটার্নিং অফিসার জুলিয়া সুকায়না। এ ঘটনায় গদাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন বাদী হয়ে দেড় শতাধিক ব্যক্তিকে আসামী করে থানায় মামলা করেছে। পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা এ্যাডঃ আব্দুল মজিদ, মাওঃ আব্দুল মজিদ, ডাঃ আব্দুস সাত্তার, ওবাইদুর রহমান, মহাসিন গাজী, মিজানুর রহমান, গাউস সরদার, ইমান সরদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিকাল ৩ টায় গদাইপুর বাজার চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।