রবিবার ● ২৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » দাকোপে রূপান্তরের আয়োজনে সংবাদ সম্মেলন
দাকোপে রূপান্তরের আয়োজনে সংবাদ সম্মেলন
দাকোপ প্রতিনিধি।
খুলনার দাকোপে বেসরকারী এনজিও রুপান্তরের আয়োজনে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় শান্তিতে বিজয় প্রকল্পের আওতায় সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ তৈরীতে সহায়তা প্রদানের লক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বেলা ১১টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রকল্পের মূল কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রাক্তন অধ্যাপক ও শিক্ষাবিদ মোঃ আনোয়ারুল কাদির। তিনি বলেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিগত দিনে দেশের বিভিন্ন স্থানে হানা-হানি খুন জখম ও সংখ্যালঘুদের উপরে হামলা সংঘঠিত হয়েছে। এরুপ কোনো ধরনের অপ্রীতিকর ও অশান্তিকর কোন ঘটনা যাতে না ঘটে তার জন্য এই সংবাদ সম্মেলন। নাশকতামূলক ঘটনা নির্বাচনের পূর্বে, চলাকালিন এবং নির্বাচন পরবর্তী সময়ে ঘটতে পারে। তাই সাংবাদিকদের তার এলাকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। কখনও অতিরঞ্জিত বা উস্কানিমূলক সংবাদ পরিবেশন করা যাবে না। তিনি আরো বলেন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্যে প্রতিদিনের কাজের সাথে সাথে রাজনৈতিক দল ও ভোটারদের সাথে আলাপ আলোচনা করতে হবে। যেন সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্যে তারা ভুমিকা রাখতে পারে। মনে রাখতে হবে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন গণতন্ত্র সুরক্ষার চাবিকাঠি। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, নাগরিকনেতা অসিত বরণ সাহা ও ডলি আক্তার। সম্মেলনটি পরিচালনা করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায়। সম্মেলনে সাংবাদিকদের সাথে উপস্থিত ছিলেন সাধারণ ভোটার ও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকবৃন্দ। উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার দীপংকর রায় ও কর্মী কুমারেশ মন্ডল।