মঙ্গলবার ● ১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাংবাদিকদের সাথে ইউএনও’র অশোভন আচারণ; তীব্র নিন্দা ও প্রতিবাদ
পাইকগাছায় সাংবাদিকদের সাথে ইউএনও’র অশোভন আচারণ; তীব্র নিন্দা ও প্রতিবাদ
পাইকগাছা প্রতিনিধি ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় সাংবাদিকদের কার্ড বিতরণে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না স্বেচ্ছাচারিতা ও অনিয়ম করায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাইকগাছার জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধিগণ সহকারী রিটার্নিং অফিসার জুলিয়া সুকায়নার সাথে যোগাযোগ করতে তার দপ্তরে গেলে কার্ড দেওয়া হবে বলে ৩ দিন ঘুরিয়ে পর্যবেক্ষণ কার্ড না দিয়ে তিনি সাংবাদিকদের সাথে অশোভন মূলক আচারণ করে ঔদ্বত্য দেখিয়েছেন। গত ২৮ ও ২৯ ডিসেম্বর সাংবাদিকরা কার্ড সংগ্রহের জন্য তার দপ্তরে গেলে তিনি এ অশোভন মূলক আচারণ করেন। ফলে পাইকগাছার কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ৩১ ডিসেম্বর সম্মেলিত পাইকগাছা উপজেলা সাংবাদিক জোট (পাইকগাছা-কপিলমুনি) এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সাংবাদিকদের সাথে অশোভন মূলক আচারণ করায় নিন্দা জ্ঞাপন করে তার প্রত্যাহার চেয়ে বক্তব্য রাখেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ দিন আগে থেকেই আবেদনকারী সাংবাদিকরা তার দপ্তরে খোঁজ নিতে থাকেন কবে কার্ড প্রদান করা হবে। ২৮ ডিসেম্বর সাংবাদিকরা তার অফিসে গেলে তিনি জানান, কার্ড এখনো আসেনি, আসলে দেওয়া হবে, এ কার্ডতো আপনাদের জন্য, আসলে পরে দেওয়া হবে। তিনি আরো বলেন, আপনারা কেনো এসেছেন, আপনাদের কি আমি ডেকেছি। তারপর ২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্ড আসলে পরে কার্ড দেওয়া হবে বলে সাংবাদিকদের জানানো হয় এবং তখনও তিনি বলেন, আপনার কেনো এসেছেন, আমি কি আপনাদের ডেকেছি। তিনি এ বিষয়ে স্বেচ্ছাচারিতা করে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে সাংবাদিকরা তাদের বক্তব্যে উল্লেখ করেন। সাংবাদিকরা আরো অভিযোগ করেন, চাঁদবাজীর অভিযোগে অভিযুক্ত ও স্বাধীনতা বিরোধী পক্ষের সাংবাদিকদের পর্যবেক্ষণ কার্ড প্রদান করেছেন বলে অভিযোগ উঠেছে।
সম্মেলিত পাইকগাছা সাংবাদিক জোট (পাইকগাছা-কপিলমুনি) এর আহবায়ক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেখ আব্দুস সালাম, আব্দুর রহমান, প্রবাসী দিগন্তের বার্তা সম্পাদক শেখ সেকেন্দার আলী, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল গফুর, শেখ মোসলেম উদ্দীন বাদশা, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ দ্বীন মাহমুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পলাশ কর্মকার, মহানন্দ অধিকারী মিন্টু, তপন পাল, একে আজাদ, জিএম মোস্তাক আহম্মেদ, আমিনুল ইসলাম বজলু,, ওলি উল্লাহ, প্রবীর জয়, জগদীশ দে, সাইফুল ইসলাম, দ্বীপ অধিকারী, রিপন হোসেন প্রমুখ।