রবিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা উপজেলা পরিষদের বাউন্ডারী প্রাচীর নির্মাণ নিয়ে পৌরসভা ও উপজেলা পরিষদ মুখোমুখি অবস্থানে : ভায়েলেশন মামলার প্রস্তুতি
পাইকগাছা উপজেলা পরিষদের বাউন্ডারী প্রাচীর নির্মাণ নিয়ে পৌরসভা ও উপজেলা পরিষদ মুখোমুখি অবস্থানে : ভায়েলেশন মামলার প্রস্তুতি
এস ডব্লিউ নিউজ॥
পাইকগাছা উপজেলা পরিষদের বাউন্ডারী প্রাচীর নির্মাণ নিয়ে পৌরসভা ও উপজেলা পরিষদ মুখোমুখি অবস্থান নিয়েছে। আদালতের নির্দেশনা অমান্য করায় অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে পৌর মেয়র ভায়েলেশন মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলা প্রশাসন পৌর নীতিমালা উপেক্ষা করে বাউন্ডারী প্রাচীর দেওয়ায় পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর আদালতে ৪জনকে বিবাদী করে ২টি পৃথক দেওয়ানী মামলা রুজু করেছেন। বিবাদীরা হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী ও উপজেলা চেয়ারম্যান। যার নং- দেঃ ৫৫/১৮ ও ১৩/১৯। কয়েক মাস পূর্বে খাদ্য গুদামের পাশে মেইন সড়ক থেকে নির্দিষ্ট পরিমাণ জায়গা না রেখে বাউন্ডারী প্রাচীর দেওয়ায় উক্ত ৪জনকে বিবাদী ৫৫/১৮নং মামলা করা হয়। কাজ অব্যাহত রাখায় অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে বিজ্ঞ আদালত ২৮ জানুয়ারি তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ প্রদান করেন। একই সাথে উকিল কমিশন গঠণ করা হয়। উকিল কমিশনে কাজ বন্ধ রাখাতে বলার পরেও কাজ অব্যাহত রাখা হয় বলে উল্লেখ করা হয়েছে। অপরদিকে, উপজেলা পরিষদ ও প্রাণিসম্পদ অফিসের সামনে অন্য প্রাচীর নির্মাণ করায় তার বিরুদ্ধে ১৩/১৯ নং মামলা করা হয়। এ ব্যাপারে মেয়র জানান, মৌখিক ও লিখিতভাবে বার বার নিষেধ করা স্বত্ত্বেও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ও উপজেলা প্রকৌশলী আবু সাঈদ গায়ের জোরে বাউন্ডারী প্রাচীর নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। যার প্রতিবাদে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। আদালতে ভায়েলেশন মামলা করা হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না জানান, সরকারি সম্পদ রক্সণাবেক্ষণের স্বার্থে পূর্বের স্থানে প্রাচীর নির্মাণ করা হচ্ছে। পৌরসভার কোন মাস্টার প্লান নাই। অহেতুক মামলাটি রুজু করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছ থেকে লিখিত আকারে অধিগ্রহণের বিষয়টি দেখালে প্রাচীর স্থানান্তর করা হবে। উপজেলা প্রকৌশলী আবু সাঈদ জানান, উপজেলা পরিষদের জায়গায় বাউন্ডারী নির্মাণ করা হচ্ছে। সড়কের জায়গায় কোন প্রাচীর নির্মাণ করা হচ্ছে না। জেলা প্রশাসকের কাছ থেকে অধিগ্রহণ করা হয়নি বা পৌর মেয়রের কোন সম্পত্তিতে বাউন্ডারী প্রাচীর নির্মিত হচ্ছে না। নির্মাণাধীন প্রাচীর সড়ক থেকে দেড় থেকে দুই ফুট দূরত্বে অবস্থিত। ভবিষ্যতে সড়কটি প্রশস্ত করার প্রয়োজন পড়লে তখন বাঁধা হয়ে দাড়াবে প্রাচীর। তাছাড়া সড়কের পাশে ফুটপাত ও ড্রেনেজ তৈরীর করার কোন সুযোগ থাকবে না। সে কারণে পাইকগাছা পৌর ও এলাকাবাসী ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে প্রাচীর নির্মাণ করার দাবী জানিয়েছে।