সোমবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » আ’লীগ নেতা ও শিক্ষক সুকৃতি মোহন সরকারের দলীয় মনোনয়ন প্রত্যাশা
আ’লীগ নেতা ও শিক্ষক সুকৃতি মোহন সরকারের দলীয় মনোনয়ন প্রত্যাশা
এস ডব্লিউ নিউজ ॥
উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের আহবায়ক কমিটির সদস্য শিক্ষক সুকৃতি মোহন সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশা করে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতেমধ্যে তিনি গত ২৮ জানুয়ারীতে উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভায় এ পদের প্রার্থীতা দাবী করে দলের কাছে মনোনয়ন চেয়ে আবেদন করেছেন। এদিকে সোমবারে অনুষ্ঠেয় সুকৃতি মোহন সরকারের ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশায় দলের ভোট ব্যাংক হিসেবে খ্যাত দেলুটি আ’লীগের সভায় দাবী করা হয়েছে। ফুলবাড়ী বাজারে ইউনিয়ন সংগঠনের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নির্মল কান্তি মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সদস্য রিপন কুমার মন্ডল। দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য দিপ্তী রানী চক্রবর্তী, অনিল কৃষ্ণ, নিরাপদ সরকার, মনোরঞ্জন মহলদার, ইউপি সদস্য সুপদ রায়, কুমুদ রঞ্জন রায়, সুব্রত রায়, বিদ্যুত কুমার, রাম টিকাদার সহ অনেকে। সুকৃতি মোহন সরকার দীর্ধদিন ধরে উপজেলা আ’লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের হয়ে যশোর মশিয়াহাটি মহাবিদ্যালয়ের জিএস নির্বাচিত হন। বর্তমানে দেলুটির আলোকদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি দেলুটি ইউনিয়ন পুজা উদযপন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। ৫ ম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলের কাছে মনোনয়ন চেয়ে সুকৃতি মোহন সরকার বলেন, দীর্ধদিন ধরে সুদিনে-দূর্দিনে দলের সাংগঠনিক দায়-দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছি। তাই এ নির্বাচনে দল তাঁকে মূল্যায়ন করবেন বলে তিনি আশাবাদী।