শনিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ইটবোঝাই ট্রলি চাপায় ভ্যানচালক নিহত, আহত দুই শিক্ষার্থী
নড়াইলে ইটবোঝাই ট্রলি চাপায় ভ্যানচালক নিহত, আহত দুই শিক্ষার্থী
ফরহাদ খান, নড়াইল।
নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বৈদ্যবাটি চৌরাস্তা এলাকায় ইটবোঝাই ট্রলি চাপায় ভ্যানচালক ইকরামুল শেখ (২০) নিহত হয়েছেন। শনিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরামুল কালিয়ার রায়পুর গ্রামের রিজ্জাক শেখের ছেলে।
এ ঘটনায় দুই ভাইবোন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ গাজী (১৯) ও রোজিনা খানম (১৭) গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রলিসহ চালক পালিয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে কালিয়া উপজেলা সদর এলাকা থেকে ভ্যানযোগে বৈদ্যবাটি গ্রামের মোস্তফা গাজীর ছেলে মিনহাজ গাজী (১৯) ও মেয়ে রোজিনা খানম (১৭) বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ইটবোঝাই ট্রলি বৈদ্যবাটি চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক ইকরাম নিহত হন। ভ্যান যাত্রী ভাই মিনহাজ ও বোন রোজিনা গুরুতর আহত হয়েছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে।