বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছায় ৭০ বছরের বৃদ্ধাকে বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা
পাইকগাছায় ৭০ বছরের বৃদ্ধাকে বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা
পাইকগাছায় ৭০ বছরের বৃদ্ধাকে বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা
নিজস্ব প্রতিনিধি ॥
পাইকগাছায় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে ৭০ বছরের এক বৃদ্ধাকে বসতবাড়ী থেকে উচ্ছেদের পায়তারা করছে বলে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রভাবশালীদের হাত থেকে পরিত্রাণ পেতে ভিক্ষুক বৃদ্ধা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ন্যায় বিচারের দাবি জানিয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে উপজেলা চাঁদখালী ইউনিয়নের ঢেমশাখালী গ্রামের মৃত নওশের আলী গাইনের স্ত্রী কহিনুর বিবি টুকটুকি (৭০) প্রায় ৪০ বছর যাবৎ স্বামীর ভিটের উপর বসবাস করে আসছে। প্রায় ২০ বছর পূর্বে স্বামী মারা গেলে ১ মাত্র পুত্র সন্তানকে নিয়ে ৩০১/৫১৫ দাগে ০৩/২০০৯-১০ নং মিসকেসের মাধ্যমে ১৬শতক জমি বন্দোবস্ত নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসলেও এলাকার প্রতিবেশী প্রভাবশালী একটি মহল উচ্ছেদ করতে বৃদ্ধা পরিবারের উপর নানা রকম নির্যাতন ও হয়রানি শুরু করে। নির্যাতন সইতে না পেরে এক মাত্র পুত্র বসতবাড়ী ছেড়ে দিয়ে গুচ্ছগ্রামে গিয়ে আশ্রয়নেয়। এলাকাবাসী জানান, প্রভাবশালী ব্যক্তিরা বৃদ্ধার ঘরে আগুন দেয়া থেকে শুরু করে গাছ-গাছালি কেটে, ফল-ফলাদি পেড়ে মাটি কেটে ও বিভিন্ন জিনিস পত্র চুরি করে নিয়ে গিয়ে নানা ভাবে বৃদ্ধার উপর হয়রানি ও নির্যাতন করে আসছে। ভিক্ষা করে কোন মতে বৃদ্ধা বেঁচে থাকলেও মাথা গুজবার জায়গা টুকু নিয়ে মহা বিপাকে রয়েছেন বৃদ্ধা কহিনুর বিবি। বিষয়টি খতিয়ে দেখছেন বলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন জানান।