শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

SW News24
বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » নারী ও শিশু » শিশু ও নারী উন্নয়নে অবহিতকরণ কর্মশালা
প্রথম পাতা » নারী ও শিশু » শিশু ও নারী উন্নয়নে অবহিতকরণ কর্মশালা
৫১৯ বার পঠিত
বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশু ও নারী উন্নয়নে অবহিতকরণ কর্মশালা

---

এস ডব্লিউ নিউজ:

খুলনা জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সকালে পাইকগাছা বিআরডিবি মিলনায়তনে শিশু ও নারী উন্নয়নে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারী ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শেখ হাসিনা বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সুজন কুমার সরকার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসান।

উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত ও গণমাধ্যমকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।





আর্কাইভ