সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » দাকোপে কোষ্টগার্ডের ক্রস ফায়ারে এক বনদস্যু নিহত
দাকোপে কোষ্টগার্ডের ক্রস ফায়ারে এক বনদস্যু নিহত

দাকোপ প্রতিনিধি
সুন্দরবনের দাকোপ অঞ্চলে কোষ্টগার্ডের সাথে গোলাগুলিতে ক্রস ফায়ারে পড়ে এক বনদস্যু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি উর্দ্ধার হয়েছে। এ ঘটনায় দাকোপ থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
কোষ্টগার্ডের বরাতে দাকোপ থানা পুলিশ জানায়, কোষ্টগার্ড পশ্চিম জোনের নলিয়ান কন্টিনজেন্ট সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসাবে রবিবার দিবাগত রাতে কালাবগী অঞ্চলে টহলে যায়। এ সময় তারা জানতে পারে সুন্দরবনের কালাবগী সোনামুখি খালের দক্ষিন পাড়ের আনুমানিক ১ শ’ গজ ভিতরে ১২/১৩ জনের একটি দস্যুদল অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিয়েছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১ টার দিকে কোষ্টগার্ড সেখানে অভিযানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা কোষ্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তারা ও পাল্টা গুলিবর্ষন করে। এভাবে ১০/১৫ মিনিট গুলি বিনিময়ের পরে দস্যুদল পিছু হটে পালিয়ে যায়। এ সময় সেখানে তল্লাশীকালে গুলিবিদ্ধ অবস্থায় আনুমানিক ৩৮ বছর বয়সি অজ্ঞাত পরিচয়ের দস্যুবাহিনীর এক সদস্যকে পাওয়া যায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৪ টি পাইপগান ও ১ রাউন্ড কার্টৃজ উর্দ্ধার হয়। ভোর রাতে আহত দস্যুকে দাকোপ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে। পরবর্তীতে লাশ দাকোপ থানা পুলিশের কাছে ময়না তদন্তের জন্য হস্তান্তর করা হয়। এ ঘটনায় অভিযানে নেতৃত্বদানকারী কোষ্টগার্ডের পেটি অফিসার মোঃ মেহেদী হাসান বাদী হয়ে দস্যুতার প্রস্তুতি গ্রহন ও সরকারী কাজে বাধাদান এবং অস্ত্র উর্দ্ধারের ঘটনায় দাকোপ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। যা দাকোপ থানার মামলা নং ৪ ও ৫ তাং ১৮/০২/১৯। অপরদিকে স্থানীয়দের ভাষ্যমতে নিহত ব্যক্তি দাকোপ অঞ্চলের না, তবে সে বনদস্যু আছাফুর বাহিনীর সদস্য বলে ধারনা করা হচ্ছে।






রাজশাহীতে গভীর গর্ত থেকে উদ্ধারের পর দুই বছরের শিশুটিকে মৃত ঘোষণা
পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহিনুর আটক
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার
মাগুরায় পুলিশের বিশেষ অভিযােনে ২২ আসামী গ্রেফতার
মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১; আহত ৫০
নড়াইলে ভ্যানচালক হত্যা মামলার আসামি বাগেরহাট থেকে গ্রেফতার; ৫ দিনের রিমান্ড আবেদন
নড়াইলে ভ্যানচালক হান্নান হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
পাইকগাছায় দীঘিতে গোসল করতে গিয়ে আজিজুরের মৃত্যু
মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের ৩টি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার 