বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » বিবিধ » বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বে সড়কের পাশ ভেঙ্গে গর্ত সৃষ্টিতে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে
বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বে সড়কের পাশ ভেঙ্গে গর্ত সৃষ্টিতে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বে এ্যাপ্রোস সড়ক ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে দূর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বের বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পার্শ্বে এ্যাপ্রোস সড়কের পাশ ভেঙ্গে একাধিক স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিগত বর্ষাকালে কয়েক দিনের ভারি বৃষ্টিতে সড়কের পাশের বালি ধ্বসে যাওয়ায় রাস্তা ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সে সময় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও রাস্তা সংস্কার হয়নি। গত কয়েক দিনের বৃষ্টিতে গর্তগুলির ভিতরের বালী ধ্বসে রাস্তার মাঝ বরাবর বিশাল খাদের সৃষ্টি হয়েছে।
যে কোন সময় গর্ত পড়ে যাববাহন দূর্ঘটনার শিকার হতে পারে। উক্ত ব্রীজ দিয়ে প্রতিদিন কার, মাইক্রো, পিকআপ সহ শত শত যানবাহন চলাচল করছে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যে কোন সময় গর্তে পড়ে যানবাহন দূর্ঘটার কবলে পড়তে পারে। এ ব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ার আবু সাঈদ জানান, রাস্তার ভাঙ্গা গর্তটি পরিদর্শন করা হয়েছে। মেরামত করার জন্য ব্রীজের ঠিকাদারকে জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি ভাঙ্গা গর্তটি সংস্কার করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল জানান, ব্রীজের রাস্তাটি পরিদর্শন করা হয়েছে। ভাঙ্গা রাস্তার সংস্কার কাজ করা হবে।